নিজস্ব সংবাদদাতা: একে অপরের বেশ ধরে সবাইকে চমকে দিচ্ছে আঁখি আর ঝিলিক। হারিয়ে যাওয়া দুই বোনের পরিচয় কেউ জানতে না পারায় এই সুযোগে নিজেদের নতুন করে আবিষ্কার করছে তারা।
দুই বোন একে অপরের চরিত্রে অভিনয় করতে করতে কখন যে একে অপরের সঙ্গে মিশে গিয়েছে তা ধরতেই পারছে না তারা। এদিকে ঝিলিকের ছদ্মবেশে আঁখির প্রেমে পড়েছে দেবা। অন্যদিকে ছাতাবাড়ির ছেলে গৌরবের প্রেমে হাবুডুবু খাচ্ছে আঁখি রূপী ঝিলিক। দুই বোনের নানা কীর্তিতে নাজেহাল সবাই।
আঁখির বিপদে সে সবসময় পাশে পায় ঝিলিককে। এদিকে রান্না থেকে সেলাইয়ের কাজে ঝিলিককে সাহায্য করে আঁখি। এইভাবেই একে অপরের সঙ্গে তাল মিলিয়ে চলছে তাদের জীবন। এর মধ্যেই ঘটে এক বিপত্তি। সম্প্রতি, মুক্তি পেয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো।
সেখানে দেখা যাচ্ছে, কালিপদর সঙ্গে আঁখির বিয়ে ঠিক হয়। এদিকে তাকে বিয়ে করতে নারাজ আঁখি। ঝিলিককে এই কথা জানাতেই সে ফন্দি আঁটে কীভাবে বিয়ের পিঁড়ি থেকে বরকে সরানো যায়। এরপর আঁখির মতোই বিয়ের সাজে সেজে কালিপদকে জোলাপ মেশানো শরবত খাইয়ে দেয় ঝিলিক। মন্ডপে ঝিলিক অপেক্ষা করলেও কালিপদ তখন দেখা নেই। কিন্তু গৌরব হঠাৎ এসে তার সামনে দাঁড়ায়। তবে ওই মণ্ডপেই ঝিলিকের সঙ্গে বিয়ে হবে গৌরবের? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
