নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'শুভ বিবাহ' শুরু থেকেই দর্শক মনে জায়গা করে নিয়েছে। তেজ ও সুধার পরিণত প্রেম দারুণ পছন্দ করছেন সিরিয়াল প্রেমীরা। ধীরে ধীরে প্রেম জমে উঠছে তাদের মধ্যে। কিন্তু এর মাঝেই ভুল বোঝাবুঝির শুরু।  


বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে,সুধা উজ্জ্বলকে কথা দেয় যে সে উজ্জ্বলকে জোছনার মনের মত করে গড়ে তুলবে। এক মাসের মধ্যেই জোছনা এবং উজ্জ্বলের মিল করিয়ে দেবে সে। দিকে জোছনাকে উস্কে দিতে ছক কষে ইমন। সে এসে জোছনার মনে সুধার জন্য আরও বিষ ঢালতে থাকে। সে বলতে থাকে সুধা যেমন জোছনার থেকে তার ভালবাসার মানুষকে কেড়ে নিয়েছে তেমনই সুধার থেকে তেজকে কেড়ে নিতে হবে। তাই ইমন তেজ এবং তার পুরনো কিছু ছবি এবং চিঠি দিয়ে জোছনাকে বলে সুধার কাছে পৌঁছে দিতে। 


তার ও তেজের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করছে ইমন তা বেশ বুঝতে পারে সুধা। ইমনের কথা পুরোপুরি বিশ্বাস না করলেও তেজকে সন্দেহ করতে শুরু করে সুধা। এদিকে বসু মল্লিক বাড়িতে শুরু হয় দুর্গা পুজোর আয়োজন। কিন্তু তার মাঝেই তেজের থেকে দূরে সরে যায় সুধা। প্রাক্তন প্রেমিকার কাছে তেজ কি ফিরে যাবে? এই চিন্তা মাথায় ঘুরতে থাকে তার। সুধার স্বভাবের পরিবর্তন বুঝতে পারে তেজ। কিন্তু ইমনের চক্রান্ত ধরতে পারে না সে। তেজ কি পারবে সুধার ভুল ভাঙাতে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।