নিজস্ব সংবাদদাতা: শুরু থেকেই দর্শকের পছন্দের তালিকায় জায়গা কে নিয়েছে জি বাংলার 'মিঠিঝোরা'। টিআরপিতেও প্রতি সপ্তাহে জায়গা করে নেয় এই ধারাবাহিক। গল্পে রাই-অনির্বাণের কবে মিল হবে এই প্রশ্ন উঠে এসেছিল কিছুদিন আগে। তেমনই আবার রাইকে অনির্বাণের কাছে ফিরে যেতে বারণ করেছিলেন দর্শকের একাংশ। 


তবে গল্পের মোড় এখন অন্যদিকে। দু'জনের সম্পর্ক একটু ঠিক হতেই তাদের মাঝে হাজির তৃতীয় ব্যক্তি। তবে এবার আর সৌর্য নয়, রাই-অনির্বাণের মাঝে এসে হাজির কোয়েল! সম্পর্কে অনির্বাণের প্রাক্তন স্ত্রী সে।


মেয়েকে নিয়ে রাইয়ের কথায় এখন তাদের সংসারেই থাকতে শুরু করেছে সে। এতে যদিও শুরু থেকেই ঘোর আপত্তি ছিল অনির্বাণের। কিন্তু কোয়েলকে একা কিছুতেই ছাড়তে নারাজ রাই। এদিকে রাইয়ের ভালমানুষির সুযোগ নিয়ে তার সংসারেই আগুন ধরাতে চাইছে কোয়েল। কিন্তু এখনও সেই আঁচ পায়নি রাই। ছল করে অনির্বাণকেও ফের বশে আনতে চাইছে কোয়েল। তাই নিজের ছোট্ট মেয়েকেই ঢাল বানিয়েছে সে। 


একরত্তির আবদার ফেলতে পারেনা অনির্বাণ। তাই রাইকে ছাড়াই রাতে খাবার টেবিলে কোয়েলের সঙ্গে বসে সে। এদিকে নীলুর ননদ টিয়াকে পাচার হওয়ার হাত থেকে বাঁচিয়ে বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে যায় রাইয়ের। কিন্তু বাড়ি ফিরে অনির্বাণকে কোয়েলের সঙ্গে দেখে অবাক হয়ে যায় সে। ফের কি ভুল বোঝাবুঝি তৈরি হবে রাই-অনির্বাণের মধ্যে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।