নিজস্ব সংবাদদাতা: জি বাংলার ধারাবাহিক 'মিঠিঝোরা' শুরু থেকে দর্শকের পছন্দের তালিকায় থাকলেও টিআরপিতে এখন আর সেই প্রভাব দেখা যায় না। টিআরপিতে নম্বর কমলেও দর্শকের মনে জায়গা করে নিয়েছে এই মেগা।
তিন বোনের জীবনকে কেন্দ্র করে গল্প এগোলেও এখন কেন্দ্রবিন্দুতে রাই ও স্রোত। এদিকে আরেক বোন নীলুর চক্রান্তে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে রাই। অনির্বাণের সঙ্গে রাইয়ের ডিভোর্সের পর তার সম্পত্তি হাতানোর লোভে চক্রান্ত করে নীলু। তার সঙ্গ দেয় কোয়েল। এদিকে, নিজেরাই জড়িয়ে পড়ে পুলিশের জালে।
অন্যদিকে, প্রাণ হাতে করে পালাতে গিয়ে পথদুর্ঘটনা হয় রাইয়ের। তার ফলে স্মৃতি হারিয়ে ফেলে সে। কিন্তু পরে জানা যায়, স্মৃতি হারানোর মিথ্যে নাটক করে রাই। কারণ সে আর ফিরতে চায় না নিজের পরিবারের কাছে। রাইকে হারিয়ে ফেলে কষ্টে ভেঙে পড়ে অনির্বাণ।
ঘটনাচক্রে আবারও দেখা হয় রাই-অনির্বাণের। সম্প্রতি, মুক্তি পাওয়া ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে এমনটাই। হঠাৎই এক পরিচিতর বাড়িতে এসে রাইয়ের হাতে রান্না খেয়ে চমকে ওঠে অনির্বাণ। তাকে দেখে অবাক হয় রাই ও। তবে কি অনির্বাণের কাছে ধরা দেবে রাই? কী হতে চলেছে আগামী পর্বে?
