নিজস্ব সংবাদদাতা: এই মুহূর্তে টিআরপি তালিকায় বেশ ভাল ফল করছে জি বাংলার 'কোন গোপনে মন ভেসেছে'। অনিকেত ও শ্যামলীর রসায়ন দারুণ পছন্দ করছেন দর্শক। কিন্তু তাদের মাঝে কাঁটা হয়ে রয়েছে অনিকেতের প্রাক্তন প্রেমিকা অহনা। সে নানাভাবে অনিকেত-শ্যামলীর মাঝে দূরত্ব তৈরির চেষ্টা চালাচ্ছে।
অন্যদিকে, অহনাকে আরও উসকে দিচ্ছে অরুনাভ। শ্যামলীকে মারার চেষ্টাও করেছে সে বহুবার। শুধু শ্যামলী-অনিকেত নয়, অরুনাভর তোপের মুখে পড়েছে রোহিনী-মন্দারও। তাদের ভালবাসাতেও বারবার বাধা হয়ে দাঁড়ায় সে। কিন্তু এবার বিপদের মুখে অন্য জুটি।
এখন গল্পে দেখানো হচ্ছে প্রিয়া-প্রতীমের সম্পর্কটা জোড়া বাড়ির সবাই জেনে যায়। প্রিয়ার মা কিছুতেই প্রতীমের সাথে তার মেয়ের বিয়ে দিতে রাজি নয়। বাধ্য হয়েই মায়ের কথায় প্রিয়া রাজি হয়ে যায় অন্য একজনকে বিয়ে করতে।
তবে দু'জনের বিচ্ছেদ মেনে নিতে পারে না তারা।তাই প্রিয়া আর প্রতীম দু'জনে একসঙ্গে একটি বহুতলের উপর থেকে ঝাঁপ দিতে যায়। ঠিক সেই সময় রাস্তা দিয়ে হেঁটে যায় শ্যামলী। হঠাৎ তাদের দিকে চোখ যেতেই থমকে দাঁড়ায় সে। শ্যামলী কি পারবে বাঁচাতে তাদের জীবন? এই উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
