নিজস্ব সংবাদদাতা: নিত্য নতুন মোড়ে দারুণ জমে উঠেছে জি বাংলার 'অমর সঙ্গী'। রাজ ও শ্রীর গল্প অল্পদিনেই মনে ধরেছে দর্শকের। গল্পে অভাবী পরিবারের ছেলে রাজ, নিজের সত্যিটা লুকিয়ে রাখে শ্রীর কাছে। যাতে প্রভাবশালী পরিবারের মেয়ে শ্রী তার ভালবাসা ফিরিয়ে না দেয়, এই ভেবেই সত্যিটা লুকিয়ে বিয়ের পিঁড়িতে যায় সে। কিন্তু বিয়ের আগেই শ্রীকে সব সত্যিটা বলে দেয় রাজ। অবাক হলেও তাকে মেনে নেয় শ্রী। এরপর শুরু হয়, দুই পরিবারের মন জেতার লড়াই।
একটু একটু করে নিজেদের স্বপ্ন সত্যি করছে রাজ ও শ্রী। কিন্তু এর মাঝেই নতুন বিপদ তাদের জীবনে। হঠাৎ উড়ে এসে জুড়ে বসল তৃতীয় ব্যক্তি। জানা যাচ্ছে, এবার গল্পের নতুন মোড়ে রাজ-শ্রীর মাঝে আসছে এক মোহময়ী নারী। রাজকে নতুন চাকরির হদিস দেয় সে। কিন্তু রাজ-শ্রীর মাঝে দূরত্ব তৈরি করতে উঠেপড়ে লেগেছে সে।
রাত পার্টিতে রাজকে শরবতে মাদকদ্রব্য মিশিয়ে খাইয়ে দেয় সে। এদিকে বেসামাল রাজ আরও জড়িয়ে পড়ে অফিসের বসের ফাঁদে। রাজকে খুঁজতে এসে শ্রী সবটা নিজের চোখে দেখে। রেগে গিয়ে বেরিয়ে আসতে গিয়ে বেখেয়ালে পড়ে যেতে যায়। তাকে বাঁচিয়ে নেয় অন্য একজন। শ্রীকে অন্য পুরুষের সঙ্গে দেখে বেজায় চটে যায় রাজ।
ধারাবাহিকের নতুন প্রোমো দেখে বোঝাই যায়, গল্পের নতুন মোড়ে আসতে চলেছে নতুন নায়ক। তবে কী এবার শ্রী'র সঙ্গে রাজের দূরত্ব আরও বাড়বে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
