নিজস্ব সংবাদদাতা: মধুডিহি গ্রামের মেয়ে দেবযানী ওরফে দেবী।সারাদিন ঠাকুর দেবতার সেবায় নিজেকে মগ্ন করে রাখে সে। আর অন্যদিকে শহরের বড় ডাক্তার অনিকেত। বাবা-মা হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যাওয়ায় ভগবানের উপর থেকে সব ভরসা উঠে গিয়েছে তার। কিন্তু এই বিপরীত মেরুর দুই মানুষের মনের মিল কীভাবে হবে? সেই গল্পই ফুটে উঠছে সান বাংলার ধারাবাহিক 'দেবী বরণ'-এ।
গল্প এগোচ্ছে নানা অলৌকিক ঘটনাকে কেন্দ্র করেই। দেবতা ও অপদেবতার লড়াইয়ে ঘটনাচক্রে সামিল হয়ে পড়ছে দেবীও। ঘটনাচক্রে দেবী-অনিকেতের বিয়ে হয়ে যায়। কিন্তু এখনও মন থেকে দেবীকে স্ত্রী'র জায়গাটা দেয়নি অনিকেত। এই টানাপোড়েনের মধ্যেই তাদের মাঝে হাজির তৃতীয় ব্যক্তি।
অলৌকিক ক্ষমতাশালী মোহিনীর নজর পড়েছে অনিকেতের উপর। দেবীর থেকে অনিকেতকে কেড়ে নিতে চায় সে। সম্প্রতি, মুক্তি পেয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, রেস্তোরাঁয় খেতে গিয়েছে অনিকেত ও দেবী। তাদের সঙ্গে গিয়েছে মোহিনীও। সেখানে চাউমিনের প্লেট হাত ফসকে পড়ে যায় দেবীর। নীচ থেকে সেই প্লেটের টুকরো তুলতে গিয়েই মোহিনীর পায়ের সামনে তিনটে সাপ দেখতে পায় দেবী।
চমকে গিয়ে অনিকেতকে সবটা বলতে যায় সে। কিন্তু এর মধ্যেই চোখের জ্যোতি দিয়ে অনিকেতকে বশ করে ফেলে মোহিনী। কী হবে এরপর? মোহিনীর চক্রান্তের হাত থেকে কি অনিকেতকে রক্ষা করতে পারবে দেবী? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
