নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'দুই শালিক' টিআরপি তালিকায় সেভাবে জায়গা করতে না পারলেও দর্শকের মন জয় করেছে। অল্প দিনেই দুই বোন আঁখি ও ঝিলিককে দারুণ ভালবাসা দিয়েছেন সিরিয়ালপ্রেমীরা।
যমজ দুই বোন আঁখি ও ঝিলিককে নিয়ে এগোচ্ছে গল্প। সঙ্গে রয়েছে তাদের মনের মানুষ দেবা ও গৌরব। আঁখি লড়াই করতে ভয় পায়, অন্যদিকে ঝিলিক ছোট থেকে লড়াই করেই বড় হয়েছে। যদিও দুই বোনের ছাড়াছাড়ি হয় জন্মের পরেই। ভিন্ন খাতে জীবনের তরী বইলেও, ঘটনাচক্রে ফের এক হয় তারা।
একে অপরের বিপদে পাশে দাঁড়ায়। কিন্তু গল্পের নতুন মোড়ে বদলে যাবে সবকিছু! এমনটাই ইঙ্গিত মিলল প্রোমোয়। সদ্য মুক্তি পাওয়া প্রোমোয় দেখা যাচ্ছে, প্রিয়রঞ্জন আঁখি ভেবে ঝিলিককে বন্দী করে রেখেছে। এবং তাকে দিয়ে সম্পত্তির দলিলে সই করিয়ে নিচ্ছে। ঠিক সেই মুহূর্তে হাজির হয় আঁখি। নিজের পরিচয় দিতেই প্রিয়রঞ্জন বন্দুক তাক করে তার দিকে। হঠাৎই প্রিয়রঞ্জনের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে আঁখিকে গুলি করে ঝিলিক। সম্পত্তির ভাগ পেতে হাত মেলায় প্রিয়রঞ্জনের সঙ্গে।
তবে কি বদলে গেল দুই বোনের সম্পর্কের সমীকরণ? চিরকালের মতো আলাদা হয়ে গেল আঁখি-ঝিলিক! নাকি প্রিয়রঞ্জনকে ফাঁসাতে নতুন কোনও চাল দুই বোনের?
প্রসঙ্গত, কিছুদিন আগে টলিপাড়ার কানাঘুষো ছিল 'দুই শালিক' বন্ধ হওয়ার। কিন্তু তা যে হচ্ছে না নতুন প্রোমোই স্পষ্ট করে দিল।
