নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার রমরমিয়ে চলছে ঝিল্লি ও ঋষিরাজের গল্প। 'তেঁতুলপাতা'র প্রতিটা চরিত্রই যেন নজরকাড়া। দর্শকমনে তাই অল্প দিনেই জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।
ঋষির বউ হয়ে তেঁতুলপাতায় উড়ে এসে জুড়ে বসেছে ঝিল্লি। গোমরামুখো ঋষি মনে মনে ঝিল্লিকে ভালবাসলেও এখনও পর্যন্ত মুখ ফুটে বলতে পারেনি। এদিকে, ঋষির প্রতি ভাললাগা প্রতিদিন একটু একটু করে বেড়ে চলেছে ঝিল্লির।
তেঁতুলপাতার সবাই তাঁকে পছন্দ করতে শুরু করলেও এখনও পর্যন্ত শাশুড়ির মন জয় করতে পারেনি ঝিল্লি। এবার শাশুড়ির কথা রাখতে বাড়িছাড়াও হবে সে! সম্প্রতি, চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো।
ওই প্রোমোতে দেখা যাচ্ছে, পরিবারের সবার থেকে আড়ালে ডেকে ঋষির মা ঝিল্লিকে ঋষির জীবন থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করছে। এদিকে অভিমানী ঝিল্লি শাশুড়ির কথা রাখতে বাড়ি থেকে বেরিয়ে যায়। আসার সময় ঋষিকে একটি চিঠি লিখে যায় সে। চিঠি পড়ে ঋষি বুঝতে পারে ঝিল্লি যে আর বাড়িতে নেই। রাস্তায় ঝিল্লির পথ আটকে দাঁড়ায় ঋষি। তাঁকে জোর করে কোলে তুলে গাড়িতে বসায়।
এর মধ্যেই ঝগড়া শুরু হয় তাদের মধ্যে। অসাবধানে একটি বড় লরির সামনে এসে পড়ে তাদের গাড়ি। বড়সড় অ্যাক্সিডেন্ট হয়। ঘটনাস্থলেই বেহুঁশ হয়ে যায় ঋষি। একা কী করবে ঝিল্লি? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
