নিজস্ব সংবাদদাতা: টিআরপিতে একসময় প্রথম স্থান দখলে ছিল স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া'র। বর্তমানে টিআরপিতে প্রথম স্থানে না হলেও ১ থেকে ১০-এ নিজেদের জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিক। আজও দর্শকের কাছে পছন্দের জুটি হয়েই রয়েছে 'সূর্য-দীপা'। গল্পে বহুদিন তাদের মিল দেখানো না হলেও, ভাগ্য সময় অসময়ে তাদের মুখোমুখি এনে দাঁড় করায়।
গল্প অনুযায়ী, বহুদিন আগেই আলাদা হয়ে গিয়েছিল সোনা-রূপা ও সূর্য-দীপা। একই শহরে থেকেও বহুদিন ধোঁয়াশার মধ্যে ছিল তারা। তবে এবার সেই সব ধোঁয়াশা কাটিয়ে কাছাকাছি আসার পালা। যদিও সোনার ব্যবহার দিন দিন মাত্র ছাড়াচ্ছে। সে নিজের মায়ের সমস্ত ভাল দিকগুলোকে অবহেলা করে অগ্রাহ্য করে নিজের ভুল ধারণাগুলোকে নিয়ে বেঁচে রয়েছে। আর মেয়ের ক্ষতি হয়ে যাবে বলে সূর্য সেই সব ধারণাকে প্রশ্রয় দিচ্ছে।
শত চেষ্টা করেও নিজের বাবা-মাকে মুখোমুখি হওয়ার হাত থেকে আটকাতে পারেনি সোনা। সম্প্রতি বড় বিপদের হাত থেকে সোনাকে উদ্ধার করে সূর্যর হাতে ফিরিয়ে দিয়েছে দীপা। সেই জন্য সূর্য কৃতজ্ঞ থাকলেও সোনা এতটুকু কৃতজ্ঞতা দেখায়নি তার মাকে। বরং বারবার দোষারোপ করে গিয়েছে দীপাকেই। এবার পালা সমস্ত ভুল বোঝাবুঝি সরিয়ে সত্যের মুখোমুখি হওয়ার।
এতদিন রূপা নিজের বোন, বাবা-মা প্রত্যেকের কাছাকাছি থাকলেও দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়ায় তাদের চিনতে পারেনি। সম্প্রতি, চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, সোনা, নিজের বাবার সঙ্গে রূপার পরিচয় করিয়ে দিচ্ছে। রূপা যখনই জানতে পারে যে তার বন্ধু ওলি আসলে সূর্য সেনগুপ্তর মেয়ের সোনা, তখনই সে ছুটে বাবার কাছে যায় আর নিজের মায়ের কথা জানতে চায় করে। আর ঠিক তখনই সেখানে এসে পৌঁছয় দীপা।
