নিজস্ব সংবাদদাতা: মিশকার ষড়যন্ত্রে আবার নাজেহাল সেনগুপ্ত পরিবার। রূপার দৃষ্টি ফেরানোর জন্য চোখের অপারেশন করতে হয়। মনে মনে রূপা ভাবে, এবার সে তার মাকে দু'চোখ ভরে দেখতে পারবে। কিন্তু মিশকা রূপা যাতে আর কোনওদিন দৃষ্টি ফিরে না পায়, সেই ব্যবস্থা করে।
রূপাকে বাঁচাতে মিশকার ষড়যন্ত্রের শিকার হয় দীপা। আঘাত পেয়ে কোমায় চলে যায় সে। এদিকে, মাকে বাঁচাতে মরিয়া রূপা। যেভাবেই হোক সে মাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে চায়। তাই নিজের আসল পরিচয় সামনে আনার চিন্তা করে সে।
তাই দীপাকে সে বলে, যদি মেয়ের ডাক শুনে সে না ওঠে, তাহলে নিজেকে শেষ করে দেবে সে। পরজন্মেই মিল হবে তাদের দু'জনের। রূপার মুখে এই কথা শুনে আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে দীপার।
এরপর সেখানে এসে হাজির হয় সূর্য আর সোনাও। সবার সামনে রূপার আসল পরিচয় ফাঁস হয়। হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পেয়ে বুকে জড়িয়ে ধরে রূপা। কান্নায় ভেঙে পড়ে সূর্যও। কিন্তু সুখ ফিরবে কি সেনগুপ্ত পরিবারে? দুই মেয়েকে নিয়ে কি এবার এক হবে সূর্য-দীপা? না ফের মিশকার যড়যন্ত্রের শিকার হবে তারা? টলিপাড়ার অন্দরের খবর, এবার নাকি মিশকার সঙ্গে হাত মেলাবে সোনা! যদিও সবটাই গুঞ্জন। ঠিক কী হতে চলেছে আগামী পর্বে, তা দেখার অপেক্ষায় দর্শক।
