নিজস্ব সংবাদদাতা: প্রতি সপ্তাহে টিআরপিতে তেমন ফল করতে না পারলেও দর্শক মনে জায়গা করে নিয়েছে 'মিঠিঝোরা'। জি বাংলার এই ধারাবাহিক জনপ্রিয়তায় এগিয়ে গিয়েছে অনেকটা পথ। গল্পের মোড়ে নিত্যনতুন চমক দারুণ উপভোগ করছেন সিরিয়ালপ্রেমীরা। এখন সম্প্রচারের সময় বদলেছে 'মিঠিঝোরা'র। 'মালা বদল' শেষ হতে সেই জায়গা দখল করেছে এই মেগা।
রাই-অনির্বাণের জুটিকে দর্শক দিয়েছেন দারুণ ভালবাসা। দু'জনের মধ্যে যতই ভুল বোঝাবুঝি থাকুক না কেন, দিনশেষে একে অপরের মধ্যেই সুখ খুঁজে নেয় তারা। এবার তাদের জীবনে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। বহু অপেক্ষার পর মা হতে চলেছে রাই। তাকে দেখাশোনার জন্য নীলু আসে বাড়িতে। যদিও প্রথমদিকে নীলুর উপস্থিতি অনির্বাণ মেনে নিতে না পারলেও একটু একটু করে তাকে বিশ্বাস করা শুরু করেছে সে।
এদিকে, রাইয়ের সংসারে আগুন ধরানোর চেষ্টা করতে থাকে নীলু। তাই এবার সে অনির্বাণকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে। রাইয়ের সরল মনের সুযোগ নিয়ে অনির্বাণের সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করে নীলু। কিন্তু এবার সমস্ত সীমা ছাড়িয়ে যায় সে। সম্প্রতি মুক্তি পাওয়া ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে, রাইয়ের কাছে ছুটে এসে কাঁদতে শুরু করে নীলু। জানায়, অনির্বাণ তার শ্লীলতাহানির চেষ্টা করে। তাই রাইয়ের কাছে দাবি করে সে, অনির্বাণকে যেন পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
একদিকে বোনের সম্মানহানি, অন্যদিকে নিজের স্বামী দোটানায় পড়ে এবার কোনদিকে যাবে রাই? ফের কি নীলুর চক্রান্তে পা দিয়ে অনির্বাণকে ভুল বুঝবে সে?
