নিজস্ব সংবাদদাতা: প্রতি সপ্তাহে টিআরপিতে তেমন ফল করতে না পারলেও দর্শক মনে জায়গা করে নিয়েছে 'মিঠিঝোরা'। জি বাংলার এই ধারাবাহিক জনপ্রিয়তায় এগিয়ে গিয়েছে অনেকটা পথ। গল্পের মোড়ে নিত্যনতুন চমক দারুণ উপভোগ করছেন সিরিয়ালপ্রেমীরা।

 


রাই-অনির্বাণের জুটিকে দর্শক দিয়েছেন দারুণ ভালবাসা। দু'জনের মধ্যে যতই ভুল বোঝাবুঝি থাকুক না কেন, দিনশেষে একে অপরের মধ্যেই সুখ খুঁজে নেয় তারা। এবার তাদের জীবনে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। বহু অপেক্ষার পর মা হতে চলেছে রাই।

 


এদিকে, নীলু আর স্রোতের জীবন বইছে অন্য খাতে। নিজের পরিচয় গোপন করে ক্রান্তির দলে নাম লিখিয়েছে নীলু। নিজেকে একেবারে অন্য মানুষ গড়ে তোলার চেষ্টায় আছে সে। অন্যদিকে, স্রোত-স্বার্থকের ভালবাসা একটু একটু করে মর্যাদা পাচ্ছে। 

 

 

এর মধ্যেই পেরিয়েছেন বেশ কয়েক মাস। রাইকে সাত মাসের সাধ দিতে চায় তার মা। সেই মতো শুরু হয় আয়োজন। অনির্বাণের সঙ্গে সাধের অনুষ্ঠানে রাই পৌঁছলে ঘটে এক বিপত্তি। নিজেকে অনুষ্ঠানের জন্য সাজিয়ে তোলে রাই। তখন অনির্বাণ তার পাশে এসে দাঁড়ায়। আয়না থেকে চোখ সরিয়ে অনির্বাণের দিকে যেতেই রাই লজ্জায় লাল হয়ে ওঠে। অনির্বাণকে জানায়, সাধ মানে হল সন্তান জন্মের আগে মায়ের শেষ ইচ্ছা। রাইয়ের কথা শেষ হওয়ার আগেই দমকা হাওয়ায় বরণের ডালা পড়ে যায়। এটা কি কোনও অঘটনের ইঙ্গিত? ফের কোন বিপদ আসতে চলেছে রাই-অনির্বাণের সংসারে?