নিজস্ব সংবাদদাতা: জি বাংলার 'মিঠিঝোরা' শুরুর দিকে টিআরপি তালিকায় জায়গা পেলেও সময়ের সঙ্গে সঙ্গে স্লট হারিয়েছে এই মেগা। তিন বোন রাই-নীলু-স্রোতের জীবনের নানা ওঠাপড়া নিয়ে এগোয় গল্প। এদিকে, রাই ও অনির্বাণের ভুল বোঝাবুঝি দেখতে দেখতে হাঁপিয়ে উঠেছে দর্শক। ধারাবাহিকের নতুন প্রোমো দেখে এবার মাথা ঘুরে গেল দর্শকের।

 

 

টিউমার অপারেশনের বছর ঘুরতেই মা হতে চলেছেন রাই। কিন্তু নীলু, রাই-অনির্বাণের এই সুখ সহ্য করতে পারে না। তাই ষড়যন্ত্র করে রাইয়ের বাড়িতে তাকে দেখাশোনা করতে আসে সে। চক্রান্তের হাতিয়ার হিসাবে এবার অনির্বাণকে বেছে নেবে নীলু। প্রোমোতে দেখা যাচ্ছে নীলু পাখা মুছতে মুছতে পা ফস্কে অনির্বাণের কোলে পড়ে যায়। শুধু তাই নয়,সেই মুহূর্তে একে অপরের দিকে তাকিয়েও থাকে তারা। ঠিক তখনই সেই ঘরে আসে রাই। তাদের এই অবস্থায় দেখে অবাক হয়ে যায় রাই। এবার তাহলে রাইকে ছেড়ে নীলু-অনির্বাণের মধ্যে সম্পর্ক শুরু হবে?

 

 

যদিও এই প্রোমো সামনে আসতেই বেজায় চটেছেন দর্শক। অনির্বাণ বারবার পরকীয়ায় জড়াবে! এটা কিছুতেই মেনে নিতে পারছেন না দর্শক মহল। ঘর শত্রু বিভীষণ নীলুর সঙ্গেও যে অনির্বাণ ঘনিষ্ট হতে পারে, তা যেন কিছুতেই মানতে পারছেন না সিরিয়ালপ্রেমীরা। যদিও গল্পের মোড়ে কী হয়, এখন সেটাই দেখার।