নিজস্ব সংবাদদাতা: প্রতি সপ্তাহে টিআরপিতে তেমন ফল করতে না পারলেও দর্শক মনে জায়গা করে নিয়েছে 'মিঠিঝোরা'। জি বাংলার এই ধারাবাহিক জনপ্রিয়তায় এগিয়ে গিয়েছে অনেকটা পথ। গল্পের মোড়ে নিত্যনতুন চমক দারুণ উপভোগ করছেন সিরিয়ালপ্রেমীরা। এখন সম্প্রচারের সময় বদলেছে 'মিঠিঝোরা'র। 'মালা বদল' শেষ হতে সেই জায়গা দখল করেছে এই মেগা।

 


রাই-অনির্বাণের জুটিকে দর্শক দিয়েছেন দারুণ ভালবাসা। দু'জনের মধ্যে যতই ভুল বোঝাবুঝি থাকুক না কেন, দিনশেষে একে অপরের মধ্যেই সুখ খুঁজে নেয় তারা। গল্পের মোড়ে ঘুরতে গিয়ে ফের বিপদে পড়েছিল রাই-অনির্বাণ। জঙ্গলে দাঁতাল হাতির খপ্পরে পড়েছিল সে। কিন্তু সেই বিপদ থেকে রক্ষা পায় সে‌। 

 

 

এবার তাদের জীবনে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। বহু অপেক্ষার পর মা হতে চলেছে রাই। এই খুশির খবর অনির্বাণকে দেয় সে ছোট্ট দুটি জুতো দেখিয়ে। সন্তান আসার খুশিতে রাইকে ভালবাসায় ভরিয়ে দেয় অনির্বাণ। জানায়, সন্তানকে আদর, যত্নে বড় করে তুলতে সে প্রস্তুত। এত খুশির মাঝেও বিপদ তাদের পিছু ছাড়ে না। 

 


দিদির অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়ে রেগে আগুন নীলু। রাইয়ের সন্তানকে কিছুতেই পৃথিবীর আলো দেখতে দেবে না বলে মনস্থির করে সে। তবে কি এবার রাইয়ের সন্তানের ক্ষতি করবে নীলু? কোন বিপদে পড়বে রাই?