নিজস্ব সংবাদদাতা: শুরু থেকেই টিআরপি তালিকায় বেশ পাকাপোক্ত জায়গা ধরে নিয়েছে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'। 'অপু-আর্য'র কেমিস্ট্রি মন কাড়ছে দর্শকের। গল্পে একটু একটু করে অপুকে ভালবেসে ফেলে আর্য। কিন্তু অপুর বাবার কথা রাখতে অপর্ণার থেকে দূরে সরে যায় আর্য। অপর্ণা ঠিক করে সে চাকরি ছেড়ে দেবে। এদিকে কিঙ্কর ও মিরা টাকা চুরির অপবাদ দেয় তাকে। ধারাবাহিকের এই ট্র্যাক নিয়ে দর্শকমহলে বেশ উত্তেজনা লক্ষ্য করা গিয়েছে।

 

 

 

 

সিরিয়ালপ্রেমীরা চিন্তিত ছিলেন আর্য আর অপু’র সম্পর্ক কি ভেঙে যাবে? দর্শকের সেই প্রশ্নের উত্তর দিতে খুব বেশি দেরি করল না চ্যানেল। সদ্য প্রকাশ পেয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের নতুন প্রোমো। 

 

 

 

 

 

প্রোমোতে দেখানো হয় রাজনন্দিনী শাড়ির কোনও এক অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে আর্য। মঞ্চের একপাশে দাঁড়িয়ে তার মা। এদিকে সকলের সামনে রাজনন্দিনীর শাড়ির সাকসেসের ক্রেডিট দিতে আর্য নিজে অপর্ণাকে স্টেজে নিয়ে আসে। আর্যর উপহার দেওয়া শাড়ি পরে মঞ্চে ওঠে অপর্ণা। অপর্ণাকে শাড়ি পড়ে দেখে অবাক হয়ে যায় আর্যর‌ মা। সে বুঝতে পারে তার সঙ্গে কোনও এক অজানা টান রয়েছে অপর্ণার। বুঝতে পারে রাজনন্দিনীর সঙ্গে অপর্ণার কোনও সূত্র রয়েছে। এবার কি অপুর পূর্বজন্মের কথা সবার সামনে আসবে?