নিজস্ব সংবাদদাতা: বহু অপেক্ষার পর জলসার পর্দায় ফিরেছেন তৃণা সাহা ও ইন্দ্রজিৎ বসু। ধারাবাহিক 'পরশুরাম: আজকের নায়ক'-এ তটিনী ও পরশুরামের চরিত্রে দেখা মিলছে তাঁদের। পুরুষকেন্দ্রিক মেগা ঘোষণা করে বেশ চমকেই দিয়েছে জলসা। ধারাবাহিকের নাম ভূমিকায় এবার নায়ক। 

 

 

গল্পে 'পরশুরাম' ইন্দ্রজিৎ ছাপোষা বাঙালি। চেক শার্ট আর লুঙ্গি পরে রোজের রুটিন মেনে বাজার যায় সে। পরশুরামের স্ত্রীর তটিনী নিজের দুই সন্তান আর সংসার নিয়ে রীতিমতো হিমশিম খায়। বাবা মা আর দুই সন্তান মিলে একেবারে মধ্যবিত্ত একটা সংসার। কিন্তু এর মধ্যেও লুকিয়ে রয়েছে রহস্য। পরশুরাম শুধু নয়, তটিনীও যুক্ত কোনও রহস্যময় কাজের সঙ্গে। 

 


গল্পের নিত্যনতুন চমক নজর কেড়েছে নেটিজেনদের। টিআরপি-র লড়াইয়েও তাই 'পরশুরাম' টেক্কা দেয় অন্য ধারাবাহিককে। এবার ধারাবাহিকের গল্পে আসছে নতুন ট্যুইস্ট। সদ্য সামনে আসা প্রোমোতে দেখা যাচ্ছে, সপরিবারে একটি অনুষ্ঠানে গিয়েছে পরশুরাম। সেখানে ছেলে এসে তটিনীকে জানায় যে আন্টিকে সে তাদের বাড়িতে আসতে দেখেছিল, সে এই অনুষ্ঠানেও এসেছে। 

 

 

এদিকে, শীতল পরশুরামকে মেরে ফেলার ছক কষে। অন্যদিকে, তটিনীকে হুমকি দিয়ে যায় একটি লোক। জানায়, তার বউমা যদি সংসার করতে না পারে তাহলে পরশুরামকে সে শেষ করে দেবে। দু'দিক থেকেই পরশুরামের ক্ষতির খবর পেয়ে ভয় পেয়ে যায় তটিনী। কিন্তু পরশুরামকে সে কথা জানাতে গেলে বিষয়টা এড়িয়ে যায় সে। কীভাবে সবদিক সামাল দেবে পরশুরাম-তটিনী?