নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'কথা' শুরু থেকেই দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। টিআরপি তালিকায় প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে সেই ছবিও। 'কথা-এভি'র জুটিকে দারুণ ভালবাসা দিয়েছেন অনুরাগীরা। গল্পের নিত্য নতুন মোড়ে আরও কৌতূহল বাড়ছে দর্শকের।
সেই সঙ্গে কথা-এভির দুস্টু-মিষ্টি সম্পর্কের রসায়ন দিনে দিনে আরও পছন্দ করছেন সিরিয়ালপ্রেমীরা। গল্পে একটু একটু করে কাছাকাছি আসছে দু'জন। কথাকে ভালবাসলেও এখনও মুখে প্রকাশ করেনি এভি। সব বিপদের হাত থেকে কথাকে আড়াল করলেও এখনও এভির মুখ থেকে ভালবাসার কথা শুনতে পায়নি কথা। এদিকে মনে মনে এভিকে ভালবেসে ফেলেছে সে।
দু'জনেই মুখে কিছু না বললেও মনে মনে একে অপরের প্রেমে পড়েছে তারা। কিন্তু এ কী কাণ্ড! কথাকে বেমালুম ভুলে গিয়ে ফের বিয়ের পিঁড়িতে বসছে এভি। তবে কি আবার দূরত্ব তৈরি হল তাদের মধ্যে? সম্প্রতি মুক্তি পাওয়া ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে গুহ বাড়িতে শুরু হয়েছে এভির বিয়ের আয়োজন। কিন্তু পাত্রী কে? জানতে চাইলে কিছুতেই কথাকে সত্যিটা বলা হয় না। এদিকে কথা চোটে লাল হয়ে বিয়ের দিন ছাদনাতলায় নতুন বউয়ের ঘোমটা টেনে খুলে দেয়। বউয়ের মুখ দেখে চমকে যায় কথা। কে রয়েছে নতুন বউয়ের ঘোমটার আড়ালে?
