নিজস্ব সংবাদদাতা: গুহ পরিবার অর্থাৎ কথা ও অগ্নির সংসারেও বিপদের আঁচ কম আসে না। যতবারই তারা সুখের দিন কাটাতে চায়, ততবার কোনও না কোনও জটিল সমস্যায় পড়ে তারা। কিন্তু একে অপরের হাত ছাড়ে না। একসঙ্গে জোট বেঁধে বিপদের মোকাবিলা করে। 

 


স্টার জলসার ধারাবাহিক 'কথা' এখন টিআরপতে নিজের জায়গা হারালেও, দর্শক মনে কথা-এভির জায়গা এখনও শীর্ষে। 'কথা-এভি'র চরিত্রে সাহেব-সুস্মিতাকে দারুণ ভালবাসা দিয়েছেন সিরিয়ালপ্রেমীরা। 

 

 

এদিকে, গল্পে এখন নতুন মোড়। এবার কথা-এভি শুধু নয়, বিপদের আঁচ জুনি-আক্কির সংসারেও। আক্কিকে ফাঁসাতে ছক কষে সিমরান। জুনির থেকে আক্কিকে আলাদা করতে উঠেপড়ে লাগে সে। সম্প্রতি মুক্তি পাওয়া নতুন প্রোমোয় দেখা যাচ্ছে জুনিকে আটকে রেখে তারই চোখের সামনে আক্কিকে বিয়ে করতে যায় সিমরান। 

 


ঠিক তখনই কথাকে বাইকে নিয়ে এভি এসে উপস্থিত হয়। এভির এক চোট মারপিট হয় সিমরানের ভাড়া করা গুণ্ডাদের সঙ্গে। পরিস্থিতি সামাল দিতে সিমরান জানান, আক্কি জোর করে তার সঙ্গে রাত কাটিয়েছে। তাই নাকি আক্কিকে এই বিয়ে করতেই হবে। কিন্তু সিমরানের কথা বিশ্বাস করে না কথা-এভি। তাই তাকে কথা-এভি চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় যে, তার মিথ্যে সবার সামনে আনবেই তারা। আর আইনি পদক্ষেপও নেবে। এবার কী হবে গুহ পরিবারে? কথা-এভি কি পারবে জুনি-আক্কির সম্পর্ক বাঁচাতে?