নিজস্ব সংবাদদাতা: প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় দারুণ ফল করছে স্টার জলসার ধারাবাহিক 'গীতা এলএলবি'। গীতার জীবনে নানা ওঠা পড়া নিয়ে এগোচ্ছে গল্প। একের পর এক নতুন বিপদের মুখে পড়ছে নায়িকা। কিন্তু কোর্টে তার মুখ চলে আর কোর্টের বাইরে হাত! তাই সব ক্ষেত্রেই বিপদকে একেবারেই ভয় পায়না গীতা। এগিয়ে চলে নিজের লক্ষ্যের দিকে। 

 


ধারাবাহিকের নিত্যনতুন মোড় পছন্দ করেছেন দর্শক মহল। একের পর এক নতুন গল্প আর নতুন চরিত্রদের ভিড়ে জমে উঠেছে ধারাবাহিক। একটু একটু করে প্রেম বেড়েছে গীতা আর স্বস্তিকের মধ্যে। বারবার পরিবার আর কোর্টের মাঝে টানাপোড়েনে পড়ে গীতা। বিপদ যেন কিছুতেই তার পিছু ছাড়ে না।

 

 

এক অজানা নম্বর থেকে গীতার কাছে ফোন আসে, বলা হয় যে স্বস্তিককে নাকি মেরে ফেলা হবে। তাই তড়িঘড়ি পাহাড়ে ছুটে আসে গীতা। স্বস্তিককে বাঁচাতে পাহাড়ি রাস্তায় ছুটতে শুরু করে গীতা। সেই সময় কয়েকজন গুন্ডা তাকে ঘিরে ধরে। তাদের জাল কেটে বেরলেও বিপদের হাত ধরে রক্ষা পায় না সে। দূর থেকে পদ্মর সাবধানবাণী শুনতে পায় গীতা। কিন্তু এর মধ্যেই কৃপাণ ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয় তাকে। এই মরণফাঁদ কেটে কীভাবে বেরবে গীতা?