নিজস্ব সংবাদদাতা: নিত্য নতুন চমকে রোজ দর্শকের মন জয় করছে স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া'। যদিও এখন নতুন গল্পের জেরে টিআরপি-তে তেমনভাবে জায়গা পায়না এই মেগা। তবে সূর্য-দীপা ও তাদের দুই মেয়ে সোনা-রূপার গল্প দেখার জন্য অপেক্ষায় থাকেন অনুরাগীরা। 

 

 

গল্পের মোড়ে কুমার নিজেই আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু রুডি ও কুন্তলার মনে প্রতিশোধের আগুন নেভে না। তারা পরিকল্পনা করতে থাকে, কীভাবে দীপার সংসার ভেঙে তছনছ করা যায়। এদিকে, সূর্য স্বপ্ন দেখে দীপা তার থেকে দূরে সরে যাচ্ছে। চেষ্টা করেও কিছুতেই দীপার হাত ধরতে পারেনা সে। ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় সূর্যর। সঙ্গে সঙ্গে দীপাকে খুঁজতে শুরু করে সে। দীপা তড়িঘড়ি ঘরে এলে স্বপ্নের কথা তাকে জানায় সূর্য। দু'জনের চেহারায় ফুটে ওঠে আতঙ্কের ছাপ। 

 

 

ভোরের স্বপ্ন সত্যি হল সূর্য-দীপার। রূপাকে একা পেয়ে রুডি তার শ্লীলতাহানি করার চেষ্টা করে। কিন্তু রূপা নিজেকে বাঁচানোর জন্য রুডিকে ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে। ঘটনাচক্রে মারা যায় রুডি। রূপা ভয় পায়, তার উপরে রুডির খুনের দায় এসে পড়ার। মেয়েকে বাঁচাতে রুডির মৃত্যুর দায়ভার নিজের কাঁধে তুলে নেয় দীপা। এর মধ্যেই নতুন প্রোমো হাজির। 

 


দেখা যাচ্ছে, সত্যিই আলাদা হয়েছে সূর্য-দীপার পথ। মেয়ে রূপাকে নিয়ে দিল্লি পাড়ি দিয়েছে দীপা। এদিকে, সেনগুপ্ত পরিবারের শত্রু হয়ে উঠেছে রূপা। ঘটনাচক্রে ফের মুখোমুখি হয় সূর্য-দীপা। কীভাবে আবার এক হবে সেনগুপ্ত পরিবার?