নিজস্ব সংবাদদাতা: গল্পে সমাজের চোখে সে দুর্বল, অশিক্ষিত, টেনেটুনে পাশ! কিন্তু মনের ভিতরে তার অদম্য জেদ।‌ সে পর্দার 'পুতুল' ওরফে খেয়ালী মণ্ডল। সান বাংলার ধারাবাহিক 'পুতুল টিটিপি'তে খেয়ালীর সঙ্গে জুটি বেঁধেছেন সৈয়দ আরেফিন। গল্পে তাঁর চরিত্রের নাম 'ময়ূখ'। 

 

ধারাবাহিকের নিত্যনতুন মোড় দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। পুতুলকে প্রতি পদে সবাই অপমান করলেও তার পাশে সব সময় থাকে ময়ূখ। একসঙ্গে বিপদের মোকাবিলা করে তারা। এবার আরও এক নতুন বিপদ এসে হাজির পুতুল-ময়ূখের সংসারে। মৃত্যুর সঙ্গে লড়ছে ময়ূখ। আবারও কমলিনীর চক্রান্তের শিকার তারা। 

 

গল্পে অনেক চেষ্টা করে ময়ূখকে খুঁজে পেয়েছে পুতুল। দেওয়াল ভেঙে সে উদ্ধার করে স্বামীকে। কিন্তু এ কী কাণ্ড? ময়ূখের অবস্থা সংকটজনক! পুতুলের কোলে লুটিয়ে পড়ে সে। নিরুপায় হয়ে চোখের জল ফেলে পুতুল। কিছুতেই ময়ূখকে হারিয়ে বাঁচতে পারবে না সে‌। তাই চোখের জল ফেলা বন্ধ করে ভগবানের কাছে প্রার্থনা করে সে। বিপত্তারিণী পুজোর আয়োজন করে। দেবী প্রসন্ন হয়ে পুতুলকে দেখা দেন। দেবীর আশির্বাদে পুতুল মনে জোর পায়। 

 

আরও পড়ুন: প্রেম নয়, এবার মুখোমুখি সংঘর্ষে শুভশ্রী-জিতু? শুভ্রজিৎ মিত্রের ‘রায়বাঘিনী ভবশঙ্করী’তে থাকছে কোন চমক?

 

সান বাংলার ‘পুতুল টিটিপি’র কাহিনি এগোচ্ছে এভাবেই। এই গল্পে মুখ্য চরিত্রে দর্শক দেখছেন খেয়ালি মণ্ডলকে। নায়ক অভিনেতা সৈয়দ আরেফিন। এই প্রথমবার জুটি বেঁধেও দারুণ প্রশংসিত হয়েছেন তাঁরা। গল্পে পুতুল আর মিতুল দুই বোন। তাদের জীবনকে কেন্দ্র করেই গল্প বুনেছেন পরিচালক। প্রতি পদে অপমানিত হতে হয় পুতুলকে। কিন্তু তাকে প্রতি পদক্ষেপে ঢালের মতো আগলে রাখে ময়ূখ।

কিছুদিন আগেই এই রথযাত্রার শুভ সময়ে ঘটবে অঘটন ঘটেছে গল্পে। রথের দিন গোটা গ্রামের লোক জড়ো হয়েছেন। সারা পাড়ায় রথ টানা হবে। কিন্তু কোনও টুইস্ট না থাকলে ধারাবাহিকের কাহিনি কি জমে? আবারও ময়ূখের উপর আক্রমণ। ফলে রথের দড়ি টানার দায়িত্ব পড়ল পুতুলের কাঁধে। একেবারে ভোল বদলে হাজির নায়িকা খেয়ালি। সেখানে তাকে দেখা গিয়েছিল কালো মোটা গোঁফ। মাথায় টাক। পরনে সাদা ফতুয়া আর গলায় গাঁদা ফুলের মালা আর উত্তরীয়। সব কি শান্ত ভাবে মিটবে? যদি পুতুলের পরিচয় ফাঁস হয়ে যায় তা হলে কোন দিকে মোড় নেবে নায়িকার জীবন? জগন্নাথদেবের মাসির বাড়ি যাওয়ার পথেই কি মুশকিলে পড়বে নায়িকা? রথযাত্রায় কী হতে চলেছে রায়চৌধুরী পরিবারে? জগন্নাথদেবের পুজোয় টানটান উত্তেজনা নিয়ে এগিয়েছিল গল্প। যদিও সব বিপদ কাটিয়ে বেরিয়ে এসেছিল পুতুল-ময়ূখ। এবার ময়ূখকে কি বিপদ থেকে মুক্ত করতে পারবে পুতুল? সেই পর্ব দেখার অপেক্ষায় দর্শক। 

 

গল্পে কমলিনীর সঙ্গে চক্রান্তে পেরে ওঠে না পুতুল। কিন্তু চেষ্টা করে সে যেভাবেই হোক পরিবারের সকলকে এক সুতোয় বেঁধে রাখতে। তার সেই চেষ্টায় পিছিয়ে থাকে না সে। আগামীতে এক মেয়ের মা হবে পুতুল। নিজের সঙ্গে হওয়া সব অপরাধের জবাব মেয়ের মাধ্যমে দেবে সে। মেয়ের গায়ে একফোঁটা আঁচও আসতে দেবে না পুতুল। মা হিসাবে এক অন্যরকম যাত্রা শুরু হবে তার। আপাতত আগামীতে কীভাবে পুতুল রক্ষা করবে ময়ূখকে, সেটাই জানার অপেক্ষায় দর্শক।