গল্পে সমাজের চোখে সে দুর্বল, অশিক্ষিত, টেনেটুনে পাশ! কিন্তু মনের ভিতরে তার অদম্য জেদ। সে পর্দার 'পুতুল' ওরফে খেয়ালী মণ্ডল। সান বাংলার ধারাবাহিক 'পুতুল টিটিপি'তে খেয়ালীর সঙ্গে জুটি বেঁধেছেন সৈয়দ আরেফিন। গল্পে তাঁর চরিত্রের নাম 'ময়ূখ'।
ধারাবাহিকের নিত্যনতুন মোড় দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। পুতুলকে প্রতি পদে সবাই অপমান করলেও তার পাশে সব সময় থাকে ময়ূখ। একসঙ্গে বিপদের মোকাবিলা করে তারা। এবার আরও এক নতুন বিপদ এসে হাজির পুতুল-ময়ূখের সংসারে। মৃত্যুর সঙ্গে লড়ছে ময়ূখ। আবারও কমলিনির চক্রান্তের শিকার তারা।
আরও পড়ুন: দোতলা থেকে উড়ে এসে খাওয়ার টেবিলে পড়ল 'আদি'! ফের স্মৃতি হারাল সে? কী হতে চলেছে গল্পের নতুন মোড়ে?
সান বাংলার ‘পুতুল টিটিপি’র কাহিনি এগোচ্ছে এভাবেই। এই গল্পে মুখ্য চরিত্রে দর্শক দেখছেন খেয়ালি মণ্ডলকে। নায়ক অভিনেতা সৈয়দ আরেফিন। এই প্রথমবার জুটি বেঁধেও দারুণ প্রশংসিত হয়েছেন তাঁরা। গল্পে পুতুল আর মিতুল দুই বোন। তাদের জীবনকে কেন্দ্র করেই গল্প বুনেছেন পরিচালক। প্রতি পদে অপমানিত হতে হয় পুতুলকে। কিন্তু তাকে প্রতি পদক্ষেপে ঢালের মতো আগলে রাখে ময়ূখ।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sun Bangla (@sunbanglaofficial)
গল্পে কমলিনীর সঙ্গে চক্রান্তে পেরে ওঠে না পুতুল। কিন্তু চেষ্টা করে সে যেভাবেই হোক পরিবারের সকলকে এক সুতোয় বেঁধে রাখতে। তার সেই চেষ্টায় পিছিয়ে থাকে না সে। আগামীতে এক মেয়ের মা হবে পুতুল। নিজের সঙ্গে হওয়া সব অপরাধের জবাব মেয়ের মাধ্যমে দেবে সে। মেয়ের গায়ে একফোঁটা আঁচও আসতে দেবে না পুতুল। মা হিসাবে এক অন্যরকম যাত্রা শুরু হবে তার। আপাতত আগামীতে কীভাবে পুতুল রক্ষা করবে ময়ূখকে, সেটাই জানার অপেক্ষায় দর্শক।
তবে এর মাঝেই ফের নতুন বিপদ এসে হাজির পুতুল-ময়ূখের জীবনে। ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, কমলিনী মারা গিয়েছে। এই চরিত্রে অভিনয় করছেন রূপাঞ্জনা মিত্র। কমলিনী মারা গিয়েও পুতুলকে রেহাই দিচ্ছে না। পুতুলের বারবার মনে হচ্ছে, কমলিনী তার আশেপাশেই আছে। ফটোর মধ্যে থেকেই যেন পুতুলকে সে বলছে, এত সহজে কিছুতেই তাকে নিস্তার পেতে দেবে না কমলিনী।
এমনটা মনে হতেই সে দেখে, একটা ছায়া সরে যায় দরজার পাশে। সেই দিকেই এগোয় পুতুল। হঠাৎ দেখতে পায়, কালো শাড়ি পরা এক মহিলাকে। তার মুখ দেখতে না পেলেও যে তার মধ্যে মেজমা অর্থাৎ কমলিনীকে দেখতে পায় সে! বিকট হাসি হাসছে যেন কমলিনী! সত্যিই কি মারা গিয়েছে কমলিনী? নাকি কোনও নতুন চক্রান্তের শিকার হচ্ছে পুতুল? বরাবরই রূপাঞ্জনার চরিত্রটি এই গল্পে নেতিবাচক। প্রথম থেকেই পুতুলকে সহ্য করতে পারে না সে। তাই নতুন পুতুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, তার কাছে নতুন কিছুই নয়। পুতুলের জীবনে কোন বিপদ নেমে আসছে? কী হতে চলেছে ধারাবাহিকের নতুন মোড়ে?