বলিপাড়ায় গুঞ্জন যেন থামতেই চাইছে না। আর সেই গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে এবার দুই হেভিওয়েট তারকা— ফারহান আখতার এবং রণবীর সিং। দীর্ঘ প্রতীক্ষিত ফ্র্যাঞ্চাইজি ‘ডন ৩’ নিয়ে শুরু থেকেই জলঘোলা কম হয়নি। অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের পর রণবীর সিংকে নতুন ‘ডন’ হিসেবে ঘোষণা করার পর থেকেই নেটিজেনদের একাংশ ক্ষোভে ফেটে পড়েছিলেন। কিন্তু এবার খবর এল আরও বিস্ফোরক। শোনা যাচ্ছে, ফারহান আখতার সোশ্যাল মিডিয়ায় সরাসরি 'আনফলো' করেছেন রণবীর সিংকে। আর এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চরম শোরগোল।

 

ঠিক কী ঘটেছে? বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, ‘ডন ৩’ ছবিটি নিয়ে সৃজনশীল মতপার্থক্যের কারণে রণবীর সিং এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন। যদিও এই বিষয়ে কোনও পক্ষ থেকেই আনুষ্ঠানিক সিলমোহর পড়েনি, তবে ডিজিটাল জগতের গতিবিধি বলছে অন্য কথা। 


নেটিজেনরা লক্ষ্য করেছেন, ইনস্টাগ্রামে ফারহানের ‘ফলোয়িং’ লিস্টে এখন আর রণবীর নেই। একজন পরিচালক যখন তাঁর ছবির ঘোষিত নায়কের থেকে মুখ ফিরিয়ে নেন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে— তবে কি বড় কোনও ঝামেলায় জড়িয়েছেন তাঁরা? সে নিয়ে যদিও এখনও পর্যন্ত কেউই মুখ খোলেননি।

শোনা যাচ্ছে, বক্স অফিসে 'ধুরন্ধর' ছবির সাফল্যই নাকি রণবীরকে 'ডন ৩' ছাড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। সূত্রের খবর, পর পর দুটি গ্যাংস্টার ড্রামায় অভিনয় করতে চাইছেন না তিনি। আদিত্য ধরের এই অ্যাকশন থ্রিলারের বিশাল সাফল্যের পর রণবীর এখন ভিন্ন ঘরানার কাজ খুঁজছেন। বিশেষ করে সঞ্জয় লীলা বনশালি, লোকেশ কণগরাজ বা অ্যাটলির মতো পরিচালকদের সঙ্গে কাজ করার বিষয়ে তিনি বেশি আগ্রহী।

 


'ডন ৩' ছাড়ার পাশাপাশি রণবীর এখন গুরুত্ব দিচ্ছেন জয় মেহতার জম্বি থ্রিলার 'প্রলয়'-কে। জানা গিয়েছে, অভিনেতা নিজেই এই ছবির কাজ এগিয়ে আনার অনুরোধ জানিয়েছেন।

 


এদিকে খবর, ‘ডন ৩’  ঘিরে চর্চা তুঙ্গে থাকলেও আপাতত সেই ছবিকে একটু পাশে সরিয়ে নিজের বহুদিনের স্বপ্নের প্রজেক্টে মন দিয়েছেন ফারহান আখতার। সূত্রের খবর, বহুল প্রতীক্ষিত ‘জি লে জারা’ নিয়েই এখন নতুন করে উঠেপড়ে লেগেছেন পরিচালক-অভিনেতা। ডন ৩ ছেড়ে রণবীর সিংয়ের  চলে যাওয়া নিয়ে যতই আলোচনা চলুক না কেন, এই আইকনিক ফ্র্যাঞ্চাইজির কাস্টিং নিয়ে কোনও তাড়াহুড়ো করতে নারাজ ফারহান।

 

ফারহানের ঘনিষ্ঠ মহলের এক সূত্রের কথায়, “ফারহানের কাছে ‘ডন’ চরিত্রের কাস্টিংটা ভীষণ গুরুত্বপূর্ণ। কে এই চরিত্রে ঢুকবেন, তা নিয়ে তিনি একশো শতাংশ নিশ্চিত হতে চান। সেই কারণেই সময় নিচ্ছেন।”