'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকের গল্প জমে উঠেছে। ঝাঁপির ফিন্যান্স কোম্পানিকে বিপাকে ফেলতে মরিয়া ইঙ্কা এবং রণিত। কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই ষড়যন্ত্র সফল হল না। ধরা পড়ে গেল নায়িকার হাতে।
সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে পুলিশের সঙ্গে হাত মিলিয়ে ছদ্মবেশ ধরে ঝাঁপি এবং দীপ ফাঁদ পেতেছিল বুম্বাকে ধরার জন্য। আর সত্যিই সেই ফাঁদে পা দেয় বুম্বা। পুলিশ তাকে ধরেই জেরা শুরু করে। বাদ যায় না ঝাঁপিও। আর বুম্বাকে জেরা করার গোটা ঘটনা লাইভ রেকর্ড করতে থাকে দীপ।
এই জেরার মুখে বুম্বা সব সত্যি স্বীকার করে নেয়। জানায় রণিতের কথাতেই সে যা করার করেছে। রণিতই ক্ষতি করতে চেয়েছিল লক্ষ্মী ঝাঁপি ফিন্যান্সের। এই কথা শুনেই নায়িকা ক্যামেরাকে উদ্দেশ্য করে বলে সে জানে এই লাইভ রণিত দেখছে। তাই সে যেন এটা জেনে রাখে, সে যেখানেই থাকুক পুলিশের সাহায্যে তাকে নায়িকা খুঁজে বের করবে যেভাবেই হোক। সেই কথা শুনে আতঙ্কে ভুগতে শুরু করে রণিত। এই সময় রণিতের পাশে ইঙ্কাও ছিল। এবার গল্পে কী ঘটে, আদৌ ইঙ্কা এবং রণিতকে ধরতে পারে কিনা ঝাঁপি এবং দীপ সেটাই দেখার।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ধারাবাহিকের গল্পে সম্প্রতি দেখানো হয়েছে ঝাঁপিকে মিথ্যে অপবাদ এবং পুলিশের হাত থেকে বাঁচানোর পর বিদেশ চলে যাওয়ার কথা বলে দীপ। এমনকী নায়িকা যখন তাকে লক্ষ্মী ঝাঁপি ফিন্যান্সে যুক্ত হওয়ার কথা বলে, সেই প্রস্তাবও ফিরিয়ে দেয় নায়ক। তখন তাকে আটকাতেই এই ফন্দি আঁটে সে। তৈরি করে মনিকার চরিত্র। মনিকা সেজেই গল্প কথা বলতে থাকে দীপের সঙ্গে। এমনকী, দীপ এখন ঝাঁপির সংস্থা থেকে বসেই মিস মনিকার জন্য কাজ করে।
প্রসঙ্গত, চলতি সপ্তাহে 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকটি সেরা দশের মধ্যে রয়েছে টিআরপি তালিকায়। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় রয়েছেন শুভস্মিতা মুখোপাধ্যায় এবং সৌরভ চক্রবর্তী। স্টার জলসার পর্দায় প্রতিদিন দেখা যায় এই ধারাবাহিক। রোজ সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ সম্প্রচারিত হয়।
