একসময় একটানা টিআরপি টপার ছিল স্টার জলসার ধারাবাহিক 'কথা'। যদিও বর্তমানে স্টার জলসার এই ধারাবাহিকের হাল বেশ খারাপ। পরপর কয়েক সপ্তাহ ধরে হারাচ্ছে স্লট। তবে এবার একেবারে জবরদস্ত টুইস্ট সিরিয়ালে। গত সপ্তাহে ৪.৭ নম্বর পেয়ে টিআরপি-তে নবমে ছিল 'কথা'। বহুদিন পর টিআরপি তালিকায় উঠে এসেছে এই ধারাবাহিকের নাম। এক সময় প্রথম স্থানে একচেটিয়া অধিকার থাকলেও এখন আর এক থেকে দশেও নজর কাড়ে না কথা-এভির গল্প। তবে এই সপ্তাহে একটু যেন আশার আলো দেখলেন এই ধারাবাহিকের অনুরাগীরা।

গল্পের নিত্যনতুন মোড়ে বরাবরই চমক দেয় এই ধারাবাহিক। কথা ও এভির দুষ্টু-মিষ্টি রসায়ন নজর কাড়ে দর্শকের। কিছুদিন আগে যদিও আলাদা হয়েছিল দু'জনের পথ। কথার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। আর সেই ঘটনায় এতটাই আঘাত পেয়েছিল এভি, যে প্রায় পাগল পাগল দশা হয়েছিল তার। সারাক্ষণ নেশায় ডুবে থাকত সে। বদমেজাজি হয়ে পড়েছিল হাসিখুশি এভি। এর মধ্যেই বুলির ছদ্মবেশে কথার আগমন হয়। গুহ বাড়িতে কথা আসে বুলি সেজে। তবে পাচক মশাইয়ের চোখকে কি আর এত সহজে ফাঁকি দেওয়া সম্ভব? তাই অল্প কিছুদিনের মধ্যেই কথাকে চিনে ফেলে সে। আবারও এক হয় কথা-এভি।
তারপর থেকে বেশ ভালই চলছিল দু'জনের খুনসুটি। একসঙ্গে সমস্ত সমস্যার সমাধান করছিল তারা। এর মাঝেই হঠাৎই অসুস্থ হয়ে পড়ে কথা। মাঝেমধ্যেই মাথা ঘুরতে শুরু করে তার। প্রথমে এতটা গুরুত্ব না দিলেও এক সময় বাড়ির অন্যরা কথাকে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে বলে। বাড়িতেই ডাক্তার আসে। কথাকে পরীক্ষা করে জানায় যে, সে মা হতে চলেছে।
আরও পড়ুন: গুরুতর অসুস্থ আফরান নিশো, করাতে হবে অস্ত্রোপ্রচারও! কী হয়েছে ওপার বাংলার অভিনেতার?
ব্যাস! এভির আনন্দ আর দেখে কে? সন্তান আসার আনন্দে তো প্রায় পাগল হয়ে গিয়েছে সে। নিজেই যেন বাচ্চা হয়ে গিয়েছে। কথার প্রতি তার যত্ন আরও বেড়ে গিয়েছে। এই খুশির খবরে গুহ পরিবারের সবাই দারুণ খুশি। এর মধ্যে খবর পেয়ে খুশির বন্যা বয়ে গিয়েছে দর্শক মহলেও। অনুরাগীদের প্রিয় কথা-এভির সংসারে নতুন সদস্য আসায় সমাজমাধ্যমে নেটিজেনদের উৎসাহ দেখার মতো। তাঁরাও যেন পর্দার এই জুটির আনন্দে নিজেদের সামিল করেছেন।
কিন্তু গল্পে তাহলে আসবে বিরাট বদল। এমনকী বড়সড় লিপ আসতে পারে এই ধারাবাহিকে। সাধারণত মেগায় নায়ক-নায়িকার ঘরে নতুন সদস্য আসলে এগিয়ে যায় গল্প। এক্ষেত্রেও 'কথা'র গল্পে কি আসবে পরিবর্তন? তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। অন্যদিকে, কথার এই মা হওয়া নিয়েও চিন্তিত অনেক অনুরাগীরা। কারণ, তাঁদের মতে হয়তো গল্পে টুইস্ট আনার জন্য কথার এই মাতৃত্বকে ভিন্নভাবে দেখানো হবে। তবে এখনই এই বিষয়ে চূড়ান্ত কিছু জানা যায়নি।
