জি বাংলার ধারাবাহিক 'কনে দেখা আলো' ধারাবাহিকটি মাত্র কয়েক মাসেই নজর কেড়েছে দর্শকদের। বিয়ের পরই বর, কনের অদল বদল হয়ে যাওয়া থেকে, অনুভব বনলতার পুনরায় দেখা হওয়া, অন্যদিকে লাজবন্তীর অনুভবের জন্য অন্যরকম অনুভূতি গল্পকে একদম টানটান করে তুলেছে। আর সেটার প্রমাণ দেখা যাচ্ছে টিআরপিতেও। এমন অবস্থায় গল্পে নতুন মোড় আসতে চলেছে।
বনলতা ও অনুভবের আইনি বিয়ে হয়েছে ইতিমধ্যেই। তাদের আইনি বিয়ের সাক্ষী হিসেবে সই করেছে লাজু। যদিও তাতে একেবারেই মত ছিল না অনুভবের। কিন্তু লাজুর জেদের কাছে হার মেনেছে সে। এদিকে, লাজুর সঙ্গে সুদেবকে একেবারেই মেনে নিতে পারছে না অনুভব। ঠাম্মি যতই তাকে বোঝাক, অনুভব জানে এটা মনের ভুল নয়, সে সত্যিই মন দিয়ে ফেলেছে লাজুকে। তাই বনলতা নয়, সব সময় তার মন চলে যায় লাজুর কাছেই।
এদিকে, বনলতা ও অনুভবকে ফুলশয্যার ঘরে মালা বদল করতে বলে অনুভবের মা। আড়াল থেকে দাঁড়িয়ে লাজু সেটা দেখতে গেলে অনুভবের মা তাকে অপমান করে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। লাজু লজ্জায়, অপমানে ছুটে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। মাথা ফেটে যায় তার। সিঁড়ি দিয়ে পড়ার পর অজ্ঞান হয়ে যায় লাজু। জোরে শব্দ হওয়ায় অনুভবের বৌদি তাকিয়ে দেখে লাজু সিঁড়ির তলায় পড়ে আছে।
অনুভব ছুটে যায় লাজুর কাছে। তাকে কোলে তুলে নিয়ে জাগানোর চেষ্টা করে। লাজুকে এই অবস্থায় দেখে দিশেহারা অনুভব। বরের অবস্থা দেখে অবাক হয়ে যায় বনলতাও। স্বাভাবিকভাবে অন্য মেয়ের জন্য এমন আচরণ করাটা মানায় না অনুভবের। তাহলে কি লাজুকে ভালবেসে ফেলেছে সে? চিন্তা হয় বনলতার। কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারে না।
প্রকাশ্যে আসা নতুন এই প্রোমো দেখেই দর্শক মহল আবারও দু'ভাগে ভাগ হয়েছে। একদল দর্শক অনুভব ও লাজুকেই গল্পের মুখ্য জুটি হিসেবে দেখার আবেদন জানিয়েছেন। অন্যদিকে, কিছু দর্শক বনলতার প্রতি যে অবিচার হচ্ছে, এমনকী অনুভব ও লাজু পরকীয়া করছে, সেসব বলতেও ছাড়ছেন না। তবে শেষমেশ লাজু কি অনুভবের ভালবাসা বুঝতে পারবে? কোন খাতে এগোবে চারজনের জীবন? উত্তর মিলবে ধারাবাহিকের চলমান মোড়ে।
