নিজস্ব সংবাদদাতা: দাদা ও চার বোনের গল্প নিয়ে জি-বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘দাদামণি’। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা প্রতীক সেন। এবং নায়িকা চরিত্রে রয়েছেন অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তী।

 

এক দাদার যত্নসহকারে তাঁর চার বোনকে আগলে রাখার গল্প বলছে এই ধারাবাহিক। দাদা সোমের ভূমিকায় অভিনয় করেছেন প্রতীক সেন। মা সন্তানদের ছেড়ে চলে গেছে, আর বাবা মদ্যপ। তাই বোনেদের কাছে বাবা-মা উভয়ই সোম অর্থাৎ প্রতীক সেন। স্নেহের বোনেদের বড় করে ভাল ঘরে বিয়ে দেওয়াই তঁর লক্ষ্য। আর সেই লক্ষ্যপূরণে সোমের পাশে দাঁড়ায় বড়বোন রত্না। সে পেশায় একজন স্কুল শিক্ষিকা। নিজের একটা স্কুল গড়ে তোলার স্বপ্ন রয়েছে দু'চোখে। যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত তাদেরকে শিক্ষিত করতে চায় রত্না। 

আরও পড়ুন: তড়িঘড়ি কিয়ারাকে নিয়ে হাসপাতালে ছুটলেন সিদ্ধার্থ! আজই প্রথম সন্তানের বাবা-মা হবেন তারকা জুটি? 

মেজবোন রেশমি একজন খাদ্যপ্রেমী। সে আবার খাবার দেখলেই ঝাঁপিয়ে পড়ে। ইংরেজিটা অতটা ভাল নয়, কিন্তু ফড়ফড় করে ইংরাজি বলতে সে একেবারে মরিয়া। সোমের সেজবোন রানি হল পরিবারের স্তম্ভ, যাকে বলে হোম মিনিস্টার। বেড রুম থেকে রান্নাঘর তার দখলে। পরিবারে সকলের ছোটবোন রিমলি। সে দাদার নয়ণের মণি। এই চার বোন ও দাদার গল্পই পর্দায় ফুটে উঠছে। 

শুধু দাদা-বোনের সম্পর্কের বন্ধনই নয়, এই ধারাবাহিক বলবে মিষ্টি প্রেমের কাহিনিও। গল্পের নায়িকা পার্বতীকে ছোট থেকেই ভালবাসে সোম। কিন্তু মুখ ফুটে বলতে পারছেনা। বড় হয়েও সোমের ভালবাসা একইরকম পার্বতীর প্রতি। তবে এবার পার্বতীর অমতে তার বিয়ে ঠিক করল পার্থসারথি। এদিকে সোমের মনে এখনো অটুট পার্বতীর প্রতি প্রেম। কেমন হবে সোম-পারোর আগামীর পথ? সেই গল্পই ফুটে উঠবে ধারাবাহিকে। 

প্রসঙ্গত, দর্শক মহলে 'দাদমণি' প্রতীক সেনের জনপ্রিয়তা ব্যাপক। স্টার জলসার 'খোকাবাবু', 'মোহর', 'উড়ান', 'সাহেবের চিঠি'র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকের নায়কের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে জি বাংলার পর্দায় এটাই অভিনেতার প্রথম কাজ।

সম্প্রতি গল্পের নায়িকা 'পার্বতী' ওরফে অনুষ্কা চক্রবর্তী এক সাক্ষাৎকারে ফাঁস করলেন অভিনেতা প্রতীক সেনের সঙ্গে তাঁর প্রথম কাজের অভিজ্ঞতা কেমন। প্রথমবার প্রতীকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যে এমন হবে সেটা অনুষ্কা নিজেও ধারণা করতে পারেননি।

 

অনুষ্কার কথায়, "আমি ভাবতাম প্রতীকদা খুবই গুরুগম্ভীর এবং চুপচাপ স্বভাবের একজন মানুষ। তাই জন্য প্রথম থেকে চিন্তা ছিল কীভাবে সহ-অভিনেতার সঙ্গে মানিয়ে নেব, তার সঙ্গে কাজ করব। কিন্তু এক-দু'দিন শুটিং করার পরেই বুঝতে পারি মানুষটা একেবারেই আমার ধারণার উল্টো।"

অনুষ্কা আরও বলেন, "প্রতীকদার মতো কেয়ারিং মানুষ আমি খুব কম দেখেছি। সহ অভিনেতা হিসেবে আমাকে পুরোপুরিভাবে সাহায্য করেছে প্রথম দিন থেকেই। সেটে সকলের খেয়াল রাখছে, ছোট ছোট বিষয় সকলের প্রতি ভীষণই যত্নশীল ও। ঠিক যেমন পর্দায় দাদামণি, বাস্তবেও চরিত্রের সঙ্গে অনেক মিল আছে।"

 

নীলাঞ্জনা সেনগুপ্তর প্রযোজনা সংস্থা নিনি চিনি'জ মাম্মা'র ব্যানারে জি বাংলায় সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক। এর ঠিক একই স্লটে স্টার জলসায় শুরু হয়েছে বাংলা টকিজের প্রযোজনায় 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'। টিআরপির লড়াইয়ে এখন কোন মেগা এগিয়ে থাকবে সেটাই দেখার। যদিও দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া আসছে এই দুই ধারাবাহিক নিয়ে। তবে প্রতীক-অনুষ্কার নতুন জুটিকে ইতিমধ্যেই ভালবাসায় ভরিয়েছেন দর্শক।