নিজস্ব সংবাদদাতা: নিত্য নতুন চমকে রোজ দর্শকের মন জয় করছে স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া'। যদিও এখন নতুন গল্পের জেরে টিআরপি-তে তেমনভাবে জায়গা পায়না এই মেগা। তবে সূর্য-দীপা ও তাদের দুই মেয়ে সোনা-রূপার গল্প দেখার জন্য অপেক্ষায় থাকেন অনুরাগীরা। 

 

 

 

গল্পের নতুন মোড়ে আবারও স্মৃতি হারিয়েছে সূর্য। কিন্তু দীপার প্রতি একটু একটু করে দূর্বল হয়ে পড়ছে সে। এদিকে সেনগুপ্ত বাড়ির উপর থেকে বিপদের ছায়া যেন সরছে না। একদিকে কুন্তলা অন্যদিকে ঊর্মি, যেন উঠেপড়ে লেগেছে পরিবারের ক্ষতি করার জন্য। দীপা যেকোনও উপায়ে পরিবার ও সূর্যকে রক্ষা করতে চায়। কিছুদিন আগেই সূর্যকে নিয়ে পালিয়ে গিয়েছিল সে। আশ্রয় নিয়েছিল এক অচেনা ব্যক্তির বাড়িতে। কিন্তু সেখানেও ষড়যন্ত্রের শিকার হয় সূর্য-দীপা। যদিও ঝড়ের রাতে ওই অচেনা জায়গা কাছাকাছি এনেছিল তাদের দু'জনকে‌। 

 

আরও পড়ুনঃ গোপনে বিয়ে সারলেন রূপা ভট্টাচার্য, কার সঙ্গে সাতপাক ঘুরলেন অভিনেত্রী?

 

কিন্তু এবার জানা যাচ্ছে, ফের বিপাকে পড়েছে তারা। এর মধ্যে বিমান দুর্ঘটনার শিকার সোনা। কিন্তু তার মন থেকে এখনও পর্যন্ত মায়ের প্রতি বিষ যায়নি। সুযোগ পেলেই সে মাকে অপমান করতে ছাড়ছে না। এমন সময় এল এই ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে নিখোঁজ হয়ে গিয়েছে সূর্য। তাকে খুঁজে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে দীপা ও রূপা। তারা একটি গ্রামের ভিডিওতে দেখতে পায় সূর্যকে। তখনই ওই গ্রামে চলে আসে তারা। সঙ্গে আসে সোনাও। কিন্তু গ্রামে এসে স্থানীয় লোকদের সূর্যের কথা জিজ্ঞাসা করতেই তারা এক অদ্ভুত জবাব দেয়। জানায় যে, সূর্য নাকি কয়েকদিন আগেই তার স্ত্রীর সঙ্গে এই গ্রাম ছেড়ে বেরিয়ে গিয়েছে। এই কথা শুনে চমকে ওঠে রূপা। সে জানতে চায় দীপাই কি তার বাবাকে নিয়ে গিয়েছে? কিন্তু দীপা অস্বীকার করে এ কথা। মনে মনে ভাবে, কে এই স্ত্রী? সূর্য কি তবে সব ভুলে নতুন করে কারওর সঙ্গে জীবন শুরু করল? নাকি আবার কোনও শত্রু সূর্যর স্ত্রীর রূপে তাকে বিপদের মুখে ফেলতে আসছে? 

 

 

এখন এই প্রশ্নের উত্তর খুঁজছেন দর্শকও। কে আসছে সূর্যর স্ত্রীর চরিত্রে? যদিও এই উত্তর এখনও পাওয়া যায়নি। কিছুদিন আগে গল্পে দেখানো হয়েছিল রুডিও মারা যায়নি। সে আবারও শুরু করেছিল ষড়যন্ত্র। তার ষড়যন্ত্রের শিকার হয়েছিল সূর্য আর ছোট্ট লাবণ্য। তাদের অপহরণ করে আটকে রেখেছিল রুডি। এদিকে, দীপা তাদের উদ্ধার করতে এলে ছদ্মবেশে তাকে আঘাত করেছিল সে। এমন এক ইঞ্জেকশন দীপাকে দিয়েছিল সে, যার ফলে দীপার দেহ অসার হয়ে গিয়েছিল। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দীপাকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিল। কিন্তু শরীর অসার হলেও প্রাণ ছিল দীপার।‌ সে চিৎকার করে বলতে চায় যে সে বেঁচে আছে, তাকে যেন জ্যান্ত পুড়িয়ে দেওয়া না হয়। সূর্যকে বাঁচাতে বলে, কিন্তু কেউ শুনতে পায় না তার কথা। যদিও পরে সূর্যর চেষ্টায় সুস্থ ওঠে দীপা। 

 

 

দীপা ও সূর্যর জীবনের নানা মোড় দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। বর্তমানে যখন ধারাবাহিকের মেয়াদ মাত্র তিন মাসেই ফুরিয়ে যাচ্ছে, তখন এই ধারাবাহিক বছরের পর বছর চলছে। শুধু তাই নয়, প্রতি সপ্তাহে টিআরপিতে নিজের জায়গাও করে নিচ্ছে 'অনুরাগের ছোঁয়া'। এবার গল্পের নতুন মোড়ে ঠিক কী ঘটতে চলেছে, আর তা কতটা দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিতে পারবে এখন সেটাই দেখার।