দুই বোনের স্বপ্ন ছোঁয়ার লড়াইয়ের গল্প বলছে জি বাংলার ধারাবাহিক 'জোয়ার ভাঁটা'। খুব বেশিদিন শুরু হয়নি এই ধারাবাহিক। তবে এর মধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে পর্দার দুই বোন নিশা ও উজি। এই দুই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতি।
শ্রুতি-আরাত্রিকার অভিনয় বিভিন্ন মেগায় দেখে দর্শক পছন্দ করেছেন। দর্শকের মনে নিজেদের জায়গা গড়ে নিয়েছেন দুই অভিনেত্রী। তবে এই ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করে যেন একে অপরকে ছাপিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, এমনটাই দাবি নেটিজেনদের। নেটপাড়ায় চোখ রাখলেই দেখা যায় নিশা ও উজির জন্য দর্শকের ভালবাসা রোজ বাড়ছে। সেই ভালবাসার প্রভাব দেখা যাচ্ছে টিআরপি তালিকাতেও।
সদ্য শুরু হলেও প্রতি সপ্তাহে টিআরপিতে ভাল ফল করছে 'জোয়ার ভাঁটা'। গল্পের মোড়ে এখন বদলে গিয়েছে নিশা ও উজির জীবন। ভাগ্যের পরিহাসে নিশার বিয়ের দিনই মারা যায় তাদের বাবা। ব্যবসায়ী ঋষি ব্যানার্জির পরিবারের উপর বাবার মৃত্যুর সমস্ত ক্ষোভ গিয়ে পড়ে নিশার। বোন উজিকে সঙ্গে নিয়ে কলকাতায় আসে সে। ঋষি ও তার পরিবারকে উচিত শিক্ষা দেওয়ার জন্য দিনের পর দিন ধরে নানা ছক কষতে থাকে নিশা। বোন উজি ও বন্ধু ভানুকে সঙ্গে নিয়ে ঋষির পরিবারের সঙ্গে জুরে যায় সে। পরিচয় গোপন করে ঋষির সঙ্গে উজির বিয়ে দেয় নিশা। কিন্তু আড়ালে দুই বোন ঋষির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে।
বারবার ধরা পড়তে গিয়েও বেঁচে যায় উজি-নিশা। তবে এবার আর শেষরক্ষা হল না। নিশাকে ধরার জন্য এখন উঠেপড়ে লেগেছে অফিসার জিৎ বসু। এদিকে, ঋষির থেকে ষড়যন্ত্র করে সব টাকা হাতিয়ে নেয় নিশা। কিন্তু ঋষির প্রতি একটু একটু করে যেন দুর্বল হয়ে পড়ছে উজি। তাই ঋষিকে সে সব টাকা ফেরত দিয়ে দেয়। যদিও বোনের এই কাজকে মোটেই ভাল চোখে দেখে না নিশা। তাই ফের ছক কষে কীভাবে ঋষিকে বিপদে ফেলা যায়।
এদিকে, আসানসোলে নতুন কোম্পানি খোলার পরিকল্পনা করে ঋষির পরিবার। তাই ভূমি পুজোর জন্য আসানসোলে যায় সবাই। সেখানেই যেহেতু ছোট থেকে বড় হয়ে ওঠা নিশা-উজির তাই পুরনো সব কথা মনে পড়ে যায় তাদের। বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য নিশা ঋষিকে মেরে ফেলার ষড়যন্ত্র করে। তাই টাইম বোমা ফিট করে রাখে পুজোর জমিতে। ঋষির পরিবার সেখানে পৌঁছতেই বোমা ব্লাস্ট করায় নিশা। কিন্তু সেখানে ছিল উজিও। এই ঘটনায় উজির কি কোনও ক্ষতি হয়ে গেল?
সদ্য প্রকাশ্যে আসা ধারাবাহিকের নতুন প্রোমো দেখে তেমনটাই আঁচ করছেন দর্শক। কারণ, বোমা ফাটার শব্দ হতেই ঋষি উজির ছদ্মনাম নাম ধরে চিৎকার করে ওঠে। ঠিক কী হয়েছে? জানতে হলে চোখ রাখতে হবে ধারাবাহিকের আগামী পর্বে। ২২ ও ২৩ ডিসেম্বর 'জোয়ার ভাঁটা'য় চলবে ধুন্ধুমার দুই পর্ব। এখানেই মিলবে দর্শকের প্রশ্নের উত্তর।
