কেটে গিয়েছে প্রায় ২০ বছর। মেয়েকে হারিয়ে ফেলেছে শুভলক্ষ্মী। হাজার খুঁজেও তাকে পায়নি শুভলক্ষ্মী। বোঝাই যাচ্ছে, স্টার জলসার ধারাবাহিক 'গৃহপ্রবেশ' এগিয়ে গিয়েছে কুড়ি বছর। অর্থাৎ গল্পে বড়সড় লিপ এসেছে। ধারাবাহিকের গল্পে এবার শুভলক্ষ্মীর মেয়েকেও দেখানো হচ্ছে। এই চরিত্রে গল্পে এন্ট্রি নিয়েছেন অভিনেত্রী স্বপ্নিলা চক্রবর্তী। 

 

ইতিমধ্যেই গল্গে দেখা গিয়েছে, মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় একটা বাইকের সঙ্গে ধাক্কা লাগে শুভলক্ষ্মীর।‌ বাইকটা চালাচ্ছিল তার নিজের মেয়ে। কিন্তু মা-মেয়ে কেউ কাউকে চিনতে পারে না। শুভ কি পারবে মেয়েকে চিনতে? হারিয়ে যাওয়া মেয়ের পরিচয় জানতে পারবে কি সে? এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত ছিল দর্শক। কিন্তু এর মধ্যেই গল্পে আসছে আরও এক নতুন মোড়। 

 

দেখা যাচ্ছে, কলেজ পড়ুয়া আরিয়ার উপর এক অদ্ভুত স্নেহ কাজ করছে শুভর। আরিয়ার প্রতি যেন মায়া পড়ে গিয়েছে তার। কিন্তু কেন এমন হচ্ছে, তা যদিও নিজেই বুঝতে পারছে না শুভ। তার সঙ্গে অদ্ভুত মিল আরিয়ার। আরিয়াও তার মতোই রান্নার গন্ধ শুঁকে চিনতে পেরে যায় তাতে কোন মশলা আছে। শুভলক্ষ্মীর মতো তারও মাশরুমে অ্যালার্জি আছে। এইসব মিল লক্ষ্য করে আদৃতও। এমন অদ্ভুত সব মিল দেখে তার মনেও খটকা লাগে। 

এদিকে, শুভলক্ষ্মীকে মোটেই পছন্দ করে না আরিয়া। সদ্য প্রকাশ্যে আসা ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখা যাচ্ছে আরিয়া গাছতলায় শুয়ে আছে। আর ঘুমের ঘোরেই মাকে ডাকছে সে। শুভলক্ষ্মীরও এদিকে মনে হতে থাকে তার মেয়ে যেন তাকে খুঁজছে। কিন্তু আরিয়াই যে তার হারিয়ে যাওয়া মেয়ে সেটা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারে না। 

 

এদিকে সকালে কলেজে ঢুকেই সাঁঝবাতির হাত থেকে জলের বোতল ছিটকে পড়ে যায়। ফলে জলের ছিটে লাগে আরিয়ার গায়ে। আর ঘুম ভেঙে যায় তার। আরিয়া রেগে গিয়ে সাঁঝবাতির উপর চড়াও হয়। জলের পাইপ দিয়ে তাকে পুরো ভিজিয়ে দেয় সে। আসলে সাঁঝবাতি বা আরিয়া দু'জনের কেউই জানে না তারা দুই খুড়তুতো বোন। শুভলক্ষ্মী কি কখনও খুঁজে পাবে তার মেয়েকে? জানতে পারবে আরিয়ার আসল পরিচয়? নাকি আবারও আকাশ সেনের ষড়যন্ত্রে নতুন বিপদ নেমে আসবে তার জীবনে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।