অভিনেতা নীল ভট্টাচার্য এই মুহূর্তে অভিনয় করছেন স্টার জলসার ধারাবাহিক 'ভোলেবাবা পার কারেগা'য়। গল্পে তাঁর চরিত্রের নাম 'শাক্য'। অন্যদিকে নায়কের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। পর্দায় তিনি 'ঝিল'। প্রথমদিকে গল্পে শাক্য আর ঝিলের মোটে বনিবনা ছিল না। কিন্তু মনে মনে একে অপরকে ভালবাসতো তারা।
এদিকে, চৈতির সঙ্গে শাক্যর সম্পর্ক আছে ভেবে সন্দেহ করেছিল ঝিল। পরিস্থিতির চাপে পড়ে ঝিল ও শাক্যর বিয়ে হয় বলেই এই বিয়েটা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিল ঝিল। সেই মতো ডিভোর্স পেপারে সই করেছিল তারা। কেন এই বিচ্ছেদ চায় সে?আইনজীবীর প্রশ্নে ঝিল জানিয়েছিল, শাক্য একজন চিকিৎসক আর সে বসতির মেয়ে। তাদের একসঙ্গে পথচলা মানায় না। কিন্তু শাক্য তাতে আপত্তি জানিয়ে বলে এতে তার কোনও অসুবিধা নেই। কিন্তু শেষমেশ বেঁকে বসে ঝিল। সে জানায়, তার অন্য প্রেমিক আছে তাই এই বিয়েটা থেকে বেরতে চায় সে।
ঝিলের মুখে এ কথা শুনে আর কিছু বলতে পারে না শাক্য। তবে মনে মনে অবাক হয় সে। এদিকে, শাক্যকে মিথ্যে বলে দূরে সরিয়ে দিয়ে নিজেই গুমড়ে মরে ঝিল। কষ্টে চোখে জল এলেও মুখে কিচ্ছুটি বলে না সে। বরং চৈতির সঙ্গে শাক্যকে সুখে থাকার জন্য কামনাও করে। কোর্ট চত্বরেই আলাদা হয়ে যায় দু'জনের পথ।
যদিও গল্পের মোড়ে দেখা গিয়েছিল নিজের বিয়ে ভেঙে ঝিলের কাছে ছুটে গিয়েছিল শাক্য। অবশেষে ঝিলকে মানিয়ে শহর ছাড়া থেকে আটকায় সে। তবে প্রকাশ্যে আসা নতুন প্রোমো দেখে দর্শকের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। দেখা যাচ্ছে, বিয়ের মণ্ডপে ঝিলের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন শাক্য। শাক্য-ঝিলের নতুন জীবন শুরু দেখে, খুব খুশি সিরিয়ালপ্রেমীরা।
তবে বিয়ের পরেই নতুন অশান্তির মুখে শাক্য-ঝিল। সম্প্রতি মুক্তি পাওয়া ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখা যাচ্ছে শাক্য থমথমে মুখে বাড়িতে ঢুকছে। শাক্যর মা তার কাছে জানতে চায় কী হয়েছে? শাক্য জানায় তাকে পুলিশ স্টেশন থেকে ডেকেছিল। তার বিরুদ্ধে অভিযোগ আছে সে নাকি বিয়ের পর ঝিলের সঙ্গে খারাপ ব্যবহার করছে। শাক্যর কথা শুনে ঝিল বলে সে এমন অভিযোগ করেনি। কিন্তু তার কথা বিশ্বাস করে না শাক্য ও তার বাড়ির লোক।
রেগে গিয়ে শাক্য ঝিলকে বলে তার মস্ত বড় ভুল যে সে মন থেকে ঝিলকে ভালবেসেছিল। যত তাড়াতাড়ি সম্ভব সেই ভুল সে শুধরে নেবে। শাক্যর মুখে এই কথা শুনে ঝিলও জানায়, আজ শাক্য যেটা করল তার জন্য যদি কখনও ক্ষমা চাইতে আসে তবুও সে ক্ষমা করবে না।
এবার কী হবে? গল্পের মোড়ে কি ফের দূরে সরে যাবে শাক্য ও ঝিল? কিন্তু শাক্যর নামে থানায় এমন মিথ্যে অভিযোগ কে করল? ঝিলকে কে ফাঁসাতে চায়? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
