আপনি কি আপনার সোনার গয়না ব্যাংকের সেফটি লকারে রেখে নিশ্চিন্তে আছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে নতুন করে হিসাব কষার সময় এসেছে।
2
13
সোনার দাম যেভাবে বাড়ছে, তাতে ব্যাংক লকারের জন্য যে ভাড়া আপনি দিচ্ছেন, তা একা আপনার মূল্যবান গয়নার পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করে না। কারণ, কোনও অপ্রত্যাশিত ক্ষতির ক্ষেত্রে ব্যাংকের দায়বদ্ধতা সীমিত—মাত্র বার্ষিক লকার ভাড়ার ১০০ গুণ পর্যন্ত।
3
13
রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া স্পষ্টভাবে জানিয়েছে, আগুন, চুরি, ডাকাতি, ভবন ধস বা ব্যাংক কর্মীর জালিয়াতির মতো ঘটনায় লকারে রাখা জিনিসের ক্ষতি হলে ব্যাংকের দায় সর্বোচ্চ বার্ষিক লকার ভাড়ার ১০০ গুণ পর্যন্তই সীমাবদ্ধ থাকবে।
4
13
যদি আপনার লকারের বার্ষিক ভাড়া হয় ২,০০০ টাকা, তাহলে ব্যাংক সর্বোচ্চ ২ লক্ষ টাকার দায় নেবে। বর্তমান বাজারদরে এই টাকায় ১৬ গ্রাম বা মাত্র দুই ভরি সোনার গয়নাও পুরোপুরি কভার হবে না।
5
13
আরবিআইয়ের নির্দেশিকায় বলা হয়েছে, ব্যাংক এই ধরনের ঘটনায় দায় এড়াতে পারে না, তবে সেই দায় নির্দিষ্ট সীমার মধ্যেই থাকবে।
6
13
আজকের দিনে সোনার দামের যে উত্থান, তাতে ব্যাংকের সীমিত দায়বদ্ধতা প্রকৃত মূল্যের তুলনায় অনেক কম। সবচেয়ে বড় কথা, বন্যা বা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে ব্যাংকের দায় থাকে না।
7
13
এখানেই শেষ নয়। অনেকেই ধরে নেন, ব্যাংক লকার মানেই সোনার বিমা করা আছে। বাস্তবে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। ব্যাংক লকারে রাখা সোনা বা গয়নার জন্য কোনো বিমা দেয় না।
8
13
লকারের ভেতরে কী রাখা হয়েছে তার কোনও নথি ব্যাংকের কাছে থাকে না—এই তথ্য শুধু গ্রাহকই জানেন। আরবিআই স্পষ্টভাবে বলেছে, লকারের চুক্তিতেই উল্লেখ থাকতে হবে যে লকারের ভেতরের সামগ্রীর বিমার দায় ব্যাংকের নয়।
9
13
এমনকি ব্যাংক সরাসরি বা পরোক্ষভাবে লকার গ্রাহকদের জন্য কোনও বিমা পণ্য অফারও করতে পারে না। ফলে বড় অঙ্কের সোনা বা মূল্যবান গয়না রাখলে আলাদা বিমা নেওয়া ছাড়া কার্যত কোনও পূর্ণ সুরক্ষা নেই।
10
13
তাহলে করণীয় কী? প্রথমত, আপনার লকারে রাখা সোনা ও গয়নার বর্তমান বাজারমূল্য হিসাব করুন। দ্বিতীয়ত, সেই মূল্যের তুলনায় ব্যাংকের দায়বদ্ধতা কতটা কম, তা বোঝার চেষ্টা করুন।
11
13
তৃতীয়ত, জুয়েলারি বা হোম কনটেন্টস ইন্স্যুরেন্সের মতো বিকল্প বিমা পণ্যের কথা ভাবুন, যেখানে সোনা ও গয়নাকে আলাদাভাবে কভার করা যায়।
12
13
অনেকে আবার বিকল্প হিসেবে বাড়িতে উন্নত মানের সেফ, ডিজিটাল লকার বা বিশেষায়িত ভল্ট পরিষেবার কথাও বিবেচনা করছেন। তবে যেখানেই রাখুন না কেন, ঝুঁকি ও বিমা—এই দুটিকে একসঙ্গে ভাবা জরুরি।
13
13
ব্যাংক লকার নিরাপত্তার একটি স্তর দিলেও, তা আপনার সোনার সম্পূর্ণ আর্থিক সুরক্ষা নিশ্চিত করে না। সোনার দাম বাড়ার সঙ্গে সঙ্গে সচেতন সিদ্ধান্ত নেওয়াই এখন সবচেয়ে বড় নিরাপত্তা।