নসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


গ্রেফতার কেআরকে 


বিতর্কিত বলিউড অভিনেতা ও চলচ্চিত্র সমালোচক কামাল রশিদ খান, যিনি সোশ্যাল মিডিয়ায় 'কেআরকে' নামেই বেশি পরিচিত, তাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, নিজের বাসভবনে অসাবধানতাবশত গুলি চালানোর ফলে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনায় আদালত তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে ওশিওয়ারা এলাকায় কেআরকে-র নিজ বাসভবনে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিনেতা তাঁর লাইসেন্সপ্রাপ্ত পিস্তলটি পরিষ্কার করার সময় বা সেটি নাড়াচাড়া করার সময় হঠাৎ করেই একটি গুলি চলে যায়। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি, তবে জনবহুল এলাকায় এই ধরনের আগ্নেয়াস্ত্রের অসতর্ক ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। গুলির শব্দ শুনে প্রতিবেশীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং পুলিশে খবর দেন। খবর পাওয়ার পরপরই মুম্বই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে। গ্রেফতারের পর তাঁকে স্থানীয় আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে তাঁকে কয়েক দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।


জালিয়াতির অভিযোগ বিক্রম-কন্যার বিরুদ্ধে 


বলিউড পরিচালক বিক্রম ভাট ও তাঁর মেয়ে কৃষ্ণা ভাট বর্তমানে এক গুরুতর আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন। মুম্বই পুলিশ তাঁর বিরুদ্ধে ১৩.৫ কোটি টাকার একটি বিশাল আর্থিক জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করেছে। এই খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই বলিপাড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে খবর, জনৈক এক ব্যবসায়ী কৃষ্ণার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীর দাবি, কৃষ্ণা এবং তাঁর কয়েকজন সহকারী মিলে একটা ব্যবসায়িক বিনিয়োগের নাম করে তাঁর কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। ব্যবসায়ীকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, এই বিনিয়োগ থেকে তিনি মোটা অঙ্কের মুনাফা পাবেন। কিন্তু সময় পেরিয়ে গেলেও লভ্যাংশ তো দূরের কথা, আসল টাকাও তিনি ফেরত পাননি। বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও কৃষ্ণা বা তাঁর টিমের পক্ষ থেকে এরপর কোনও সদুত্তর মেলেনি বলে অভিযোগ। তাই মুম্বইয়ের বারসোভা থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টা এখন খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে।


'এয়ারলিফ্ট'-এ প্রথম পছন্দ ছিলেন ইরফান?


২০১৬ সালে মুক্তি পায় 'এয়ারলিফ্ট'। রাজা কৃষ্ণ মেনন পরিচালিত এই ছবি মুক্তির ১০ বছর পূর্ণ করতে চলেছে। এই বিশেষ মুহূর্তে পরিচালক একটি চমকপ্রদ তথ্য ভাগ করে নিয়েছেন। তিনি এক সাক্ষাৎকারে জানান, অক্ষয় কুমার কিন্তু এই ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন না। মেনন জানান, ছবির মুখ্য চরিত্রের জন্য তিনি প্রথম প্রস্তাব নিয়ে গিয়েছিলেন প্রয়াত অভিনেতা ইরফান খান-এর কাছে। এই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "প্রযোজক নিখিল আদবানির মাধ্যমেই আমি প্রথম ইরফান খানের কাছে যাই। নিখিল তখন নতুন নতুন আইডিয়া খুঁজছিলেন, তাই তাঁর মাধ্যমেই আমাদের যোগাযোগ হয়।" ইরফানের সঙ্গে সেই কথোপকথনের স্মৃতি হাতড়ে মেনন হেসেই বলেন যে, স্ক্রিপ্টটি পড়ার পর ইরফান তাঁকে বলেছিলেন, "স্ক্রিপ্টটা দারুণ! কিন্তু তোমার ভাবনাচিন্তা তো একদম হলিউড ঘরানার। আমাকে কাস্ট করলে তোমার এই ভাবনা অনুযায়ী বড় বাজেটে ছবি বানানোর টাকা কেউ দেবে না।" সেই সময় মেনন ভেবেছিলেন ইরফান হয়তো খুব মার্জিতভাবে প্রস্তাবটি ফিরিয়ে দিচ্ছেন। কিন্তু পরে তিনি বুঝতে পেরেছিলেন, ইরফান আসলে ইন্ডাস্ট্রির রূঢ় বাস্তবতার কথাই মনে করিয়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত অক্ষয় কুমার ছবিটিতে যুক্ত হন এবং এটি বক্স অফিসে বিশাল সাফল্য পায়।