১৯৫০ সালের ২৬শে জানুয়ারি ভারতীয় সংবিধানের আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। ওই দিন থেকে ভারত সাধারণতন্ত্র হয়। ভারত একটি সার্বভৌম, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে প্রতিষ্ঠিত হয়। যা স্মরণ করে প্রতি বছর প্রজাতন্ত্র দিবস পালিত হয়। নয়া দিল্লির ইন্ডিয়া গেটের কাছে কর্তব্য পথে অনুষ্ঠিত জমকালো প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ এবং এরপর ভারতীয় বিমানবাহিনীর ফ্লাইপাস্ট এই দিনের প্রধান আকর্ষণ।
2
6
২০২৬ সালেও ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রাক্কালে একটি পরিচিত প্রশ্ন ফের মাথাচাড় দিয়েছে। এবার ৭৭তম নাকি ৭৮তম প্রজাতন্ত্র দিবস?
3
6
২০২৬ সালে ভারত প্রজাতন্ত্রে রূপান্তরিত হওয়ার ৭৭তম বার্ষিকী উদযাপন করছে। প্রেস ইনফরমেশন ব্যুরো-সহ সরকারি সূত্রগুলো নিশ্চিত করেছে যে, এই বছরের উদযাপন এবং কুচকাওয়াজের থিম আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানটিকে ৭৭তম প্রজাতন্ত্র দিবস হিসেবে চিহ্নিত করেছে।
4
6
কীভাবে গণনা? ১৯৫০ সালে প্রথম উৎসব থেকে প্রতিটি উৎসব গণনা করা শুরু হয়। একবার এই পদ্ধতি প্রয়োগ করা হলে, নম্বর দেওয়া সহজ এবং ধারাবাহিক হয়ে যায়। ২৬শে জানুয়ারি ১৯৫০ ছিল প্রথম সাধারণতন্ত্র দিবস, ২৬শে জানুয়ারি ১৯৫১-তে দ্বিতীয় এবং গণনা প্রতি বছর অবিরাম বা রিসেট না করে একটানা চলতে থাকে। এই যুক্তিতে ২৬শে জানুয়ারি ২০২৫ ছিল ৭৬তম সাধারণতন্ত্র দিবস এবং ২৬শে জানুয়ারি ২০২৬ স্বাভাবিকভাবেই ৭৭তম সাধারণতন্ত্র দিবস হবে।
5
6
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "২০২৬ সালের ২৬শে জানুয়ারি ৭৭তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নতুন দিল্লির কর্তব্য পথে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ১৭টি এবং বিভিন্ন মন্ত্রক/বিভাগ/সার্ভিসের ১৩টি-সহ মোট ৩০টি ট্যাবলো প্রদর্শিত হবে।"
6
6
এতে আরও বলা হয়েছে, "'স্বাধীনতার মন্ত্র: বন্দে মাতরম' এবং 'সমৃদ্ধির মন্ত্র: আত্মনির্ভর ভারত' এই বিস্তৃত থিমের অধীনে ট্যাবলোগুলোতে জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের ১৫০ বছর এবং বিভিন্ন খাতে ক্রমবর্ধমান আত্মনির্ভরশীলতার ওপর ভিত্তি করে জাতির দ্রুত অগ্রগতির এক অনন্য মিশ্রণ তুলে ধরা হবে, যা ভারতের সমৃদ্ধ ও প্রাণবন্ত সাংস্কৃতিক বৈচিত্র্যে সিক্ত।"