জেন-জি প্রেমের গল্প নিয়ে শুরু হয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক 'বেশ করেছি প্রেম করেছি'। স্কুল জীবনের এক মিষ্টি 'লাভ স্টোরি' নিয়ে এগোচ্ছে এই মেগার গল্প। ধারাবাহিকের গল্প এগোচ্ছে দুই স্কুল পড়ুয়া স্বয়ম ও জুঁইকে কেন্দ্র করে! লাজুক স্বভাবের স্বয়ম এক সাধারন পরিবারের ছেলে। মা ছোটবেলাতেই ছেড়ে চলে যাওয়ার পর বাবার স্বপ্নকে বুকে নিয়েই বেড়ে উঠেছে সে। স্বয়মের পৃথিবী তার গান।
অন্যদিকে, জুঁই বড় হয়ে উঠেছে প্রভাবশালী পরিবারে। তাই স্বভাবতই সে একটু অহংকারী।স্বয়মের সরলতা ভেঙে দেয় জুঁই-এর মনের সব অহংকার! স্বয়মের প্রেমে পড়ে জুঁই। কিন্তু এক ভয়াবহ র্যাগিংয়ের শিকার হয়ে স্বয়ম হয়ে ওঠে এক অন্য মানুষ। শ্রেণীভেদ ,পারিবারিক বিরোধ আর অতীতের লুকানো সত্যির মাঝে কোন পরিণতি নেবে স্বয়ম জুঁইয়ের ভালবাসা! স্কুলে পড়া দুটি ভিন্ন মেরুর ছেলে–মেয়ের জীবনের পথ কি কোনওদিন এসে মিলবে এক বিন্দুতে?
এই প্রশ্নের উত্তর খুঁজতে ধারাবাহিকের আগামী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন দর্শক। ইতিমধ্যেই সামনে এসেছে এক বড় চমক। স্কুল পড়ুয়া জুঁইয়ের বিয়ে ঠিক করেছে তার জাঁদরেল বাবা! কিন্তু বিয়েতে কিছুতেই রাজি নয় জুঁই। তাই সে ঠিক করে, বিয়ের দিনই মণ্ডপ ছেড়ে পালাবে। জুঁইয়ের প্ল্যানে সাথ দেয় তার ঠাম্মি। কারণ, সে-ও চায় না এইটুকু বয়সেই জুঁইয়ের বিয়ে হোক। এদিকে, বিয়ের দিন হুলস্থুল কাণ্ড ঘটে। স্বয়মকে ডেকে পাঠায় জুঁই। তাকে পালাতে সাহায্য করে স্বয়ম। বিয়ের কনের বেশে বাড়ি থেকে পালিয়ে স্বয়মের কাছে পৌঁছয় জুঁই। গিয়ে দেখে স্বয়ম সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে।
স্বয়ম জুঁইকে জানায়, তার কাছে বাইক কিংবা গাড়ি কেনার মতো টাকা নেই বলে আপাতত সাইকেলই ভরসা। তাড়াহুড়ো করে স্বয়মের সাইকেলে বসতে গিয়ে জুঁই শুনতে পায় শাঁখ বাজার আওয়াজ। বুঝতে পারে, কনে এসেছে। কিন্তু সে তো বাড়ি থেকে পালিয়ে এসেছে। তাহলে কনের বেশে মণ্ডপে কে? ভয় পেয়ে যায় জুঁই।
স্বয়মের সঙ্গে কি পালাতে পারবে জুঁই? নাকি বাবার হাতে ধরা পড়ে যাবে সে? জমজমাট এই প্রোমো দেখার পর এখন এই চিন্তাই ঘুরছে দর্শকের মনে। প্রতিদিন সন্ধে সাতটায় জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিকটি। প্রথম সপ্তাহেই টিআরপি তালিকায় ভাল করেছে এই মেগা। স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ব্লুজের ব্যানারে এসেছে এই ধারাবাহিক। প্রথমবার এমন জেন-জি 'লাভ স্টোরি' নিয়ে ধারাবাহিক শুরু করেছেন তিনি। তাই দর্শক মহলে শুরু থেকেই চর্চায় এই মেগা। তাই শুরুর দিন থেকেই প্রতি সপ্তাহে টিআরপিতেও বেশ ভাল ফল করতে দেখা যায় এই ধারাবাহিককে।
