নিজস্ব সংবাদদাতা: জি বাংলার ধারাবাহিক 'তুই আমার হিরো' শুরুর দিন থেকেই দর্শকের কাছে ভালবাসা পেয়েছে। টিআরপিতে মাঝেমধ্যেই প্রথম দশে উঠে আসে এই ধারাবাহিক। গল্পে সুপারস্টার শাক্যজিৎ-এর সঙ্গে ঘটনাচক্রে বিয়ে হয়ে যায় সাধারণ মেয়ে আরশির। শুরুতে মোটেই বনিবনা ছিল না নায়ক-নায়িকার।
তবে গল্পের মোড়ে এখন একে অপরের পাশে দাঁড়ায় শাক্য-আরশি। এদিকে আরশিকে বিপাকে ফেলতে উঠেপড়ে লেগেছে মধুবনী। মেগায় 'শাক্য'র চরিত্রে রুবেল দাস, 'আরশি'র চরিত্রে মোহনা মাইতি ও খল নায়িকা 'মধুবনী'র চরিত্রে রয়েছেন শার্লি মোদক। এই ধারাবাহিকে মধুবনী নানাভাবে চক্রান্ত করে আরশিকে বিপদের মুখে ফেলার জন্য।
অন্যদিকে, আরশিও কম যায় না। সে-ও বুদ্ধির জোরে মধুবনীর চক্রান্তের জাল কেটে ঠিক বেরিয়ে আসে। এমনকী তার সমস্ত প্ল্যান বানচাল করে শাক্যর সামনে মধুবনীর মুখোশ খুলে দিতে উঠেপড়ে লাগে আরশি। এদিকে, একটু একটু করে শাক্যকে ভালবেসে ফেলছে আরশি। শাক্যর শুটিং ফ্লোরে মাথা ঘুরে পড়ে যায় সে। তখন শাক্য তাকে কোলে তুলে নিয়ে মেকআপ রুমে আসে। আরশি সুস্থ হলে ফ্লোরের লোক সেই কথা তাকে জানায়, এও বলে যে, শাক্য বোধহয় আরশিকে ভালবেসে ফেলেছে।
এই কথা শুনে লজ্জায় লাল হয়ে যায় আরশি। তার মনে উথালপাথাল করা শুরু করে। সে মনে মনে ভাবে, পুরনো প্রেম ভাঙার পর থেকে তো সে কাউকে ভালবাসেনি, তাহলে শাক্যর জন্য তার এমন মন কেমন করছে কেন? এর মধ্যেই এসে হাজির হয় আরশির প্রাক্তন প্রেমিক। আরশির কাছে আরও একটা সুযোগ চায় সে। চমকে ওঠে আরশি। এই সবকিছু আড়াল থেকে দেখে ফেলে শাক্য। তবে কি ফের তৃতীয় ব্যক্তির জন্য ভুল বোঝাবুঝি তৈরি হবে শাক্য-আরশির মধ্যে?
