নিজস্ব সংবাদদাতা: সুপারস্টার এসআরকে-কে একেবারেই পছন্দ করে না রিষা। দুই বিপরীত মেরুর মানুষ কীভাবে একে অপরের মধ্যে ভালবাসা খুঁজে পাবে? জানতে আজকাল ডট ইন পৌঁছে গিয়েছিল ভিলাইন স্টুডিওতে, সান বাংলার ধারাবাহিক 'আকাশ কুসুম ২'-এর শুটিং ফ্লোরে।

 

 

ঝগড়া না সোহাগ?

 

 

বেলা গড়িয়েছে অনেকক্ষণ আগেই, এখনও দুপুরের খাওয়া হয়নি সেটের কয়েকজন টেকনিশিয়ানদের। ফ্লোরে তাই তাড়াহুড়ো পড়ে গেল। এই শটটা শেষ হলেই কিছুটা বিরতি পাওয়া যাবে। কয়েক মিনিটের অপেক্ষা, ব্যস ফ্লোর ম্যানেজারের আদুরে ধমকে তড়িঘড়ি টেকনিশিয়ানরা ছুটলেন দুপুরের খাবার খেতে। এই ফাঁকে নায়ক-নায়িকাকে পাওয়া গেল আড্ডার মেজাজে। এখন আর তারা রক্তিম-ডালি নয়, এখন এসআরকে ও রিষা। ধারাবাহিক শেষ হওয়ার আগেই নতুন শুরু, কেমন লাগছে? পর্দার 'এসআরকে' ওরফে অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় বলেন, "চোখের পলকে যেন নতুন গল্প শুরু হয়ে গেল। আগের চরিত্র থেকে বেরনোর সময়টুকুও পাইনি। সকালে রক্তিম, বিকেলে এসআরকে-র সংলাপ বলেছি। সাজ-পোশাক সব আলাদা। শুধু একটাই ভাললাগা, দর্শক আমাদের জুটিকে পছন্দ করেছেন বলেই এতকিছু সম্ভব হয়েছে।" এতক্ষণ সম্রাটের কথা মন দিয়ে শুনছিলেন পর্দার 'রিষা' ওরফে কথা চক্রবর্তী। নায়কের কথা শেষ হতেই টেবিলে রাখা চশমা পড়ে বললেন, "লুকের কথা যখন উঠল, তাই চশমা পড়লাম। এটা আমার নতুন গয়না‌‌। দর্শককে এবারও হতাশ করব না, চুটিয়ে ঝগড়া করব দু'জন‌‌। উপরি পাওনা হিসাবে থাকবে আমাদের অতিরিক্ত প্রেম।" কথার মাঝেই হেসে উঠলেন নায়িকা। সম্রাট থামিয়ে বলেন, "আবারও হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে রোম্যান্স করতে হবে! কার ভাল লাগে বলুন তো?" 

 

 

প্রেম জমে ক্ষীর 

 

 

কথা তো জেন-জি, নতুন কিছু শিখলেন ওঁর থেকে? সম্রাটের জবাবের আগেই তড়িঘড়ি কথা বলেন, "ও কী শিখবে? আর কত শেখাবো? কিচ্ছু তো পারে না। কী সব গান শোনে সারাদিন, ঘুম পেয়ে যায়। বেশি কিছু বলতে এলে আবার মুখ ভার করবে।" জোরে হেসে সম্রাট বলেন, "এই তো! এটাই সমস্যা জেন জি-দের। ভাবে সবকিছু জানে, আসলে লবডঙ্কা। আমার কপালেই জুটেছে এরকম।" এভাবেই লেগপুলিং চলে? কথার জবাব, "হ্যাঁ, আমি সুযোগ দিই বলে। নয়তো এমন ঝগড়া হয় আমাদের আপনি দেখলে ভয় পেয়ে যাবেন।" ঝগড়ার শেষে ক্যামেরার সামনে রোম্যান্স করতে অস্বস্তি হয় না? মুচকি হেসে কথার জবাব, "না, অভ‌্যাস হয়ে গিয়েছে।" সায় দেন সম্রাটও। দ্বিতীয় সিজনে নতুন কী থাকছে? সম্রাট বলেন, "ওয়াইল্ড রোম্যান্স থাকছে। একেবারে বলিউডের কায়দায় প্রেম করতে দেখা যাবে আমাদের। ডিরেক্টর এই ব্রিফটাই দিয়েছিলেন। তখন থেকেই একটু ঘাবড়ে আছি। কী না কী করতে হবে কে জানে?" সম্রাটের কথায় লজ্জায় লাল হয়ে হেসে লুটোপুটি কথা। এদিকে, ব্রেক ওভার। আবার শুরু নতুন পর্বের শুটিং।