মঙ্গলবার, ২৭ জানুয়ারি রাতে হঠাৎই প্লেব্যাক সঙ্গীত থেকে অবসর ঘোষণা করলেন অরিজিৎ সিং। এই ঘটনায় রীতিমত হইচই পড়ে গিয়েছে। এখনও গায়কের অনুরাগীরা এই বিষয়টা ঠিক বিশ্বাস করে উঠতে পারছেন। কেউ কেউ তো ভাবছেন, বুঝি হ্যাক করা হয়েছে অরিজিৎ সিংয়ের অ্যাকাউন্ট। এই বিষয়ে মুম্বই থেকে শ্যামশ্রী সাহাকে কী প্রতিক্রিয়া দিলেন উদিত নারায়ণ জেনে নিন। 

আজকাল ডট ইনের তরফে যোগাযোগ করা হলে অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে অবসর নেওয়ার প্রসঙ্গে উদিত নারায়ণ নিজের প্রসঙ্গ তুলে ধরেন। বলেন, "সঙ্গীতের কোনও শেষ নেই। এটা ক্রিয়েশন। আমার তো ইচ্ছে, আমি যতদিন থাকব ততদিন গান গাইব। ছাড়ব না। সবাইকে আমাকে এত ভালবাসেন, আমার গানকে এত পছন্দ করেন। বলিউডে ২৬ বছরের কেরিয়ার আমার, এটা মজার বিষয় নয়।" 

তিনি এদিন আরও বলেন, "কেয়ামত সে কেয়ামত থেকে শুরু, শেষ নেই। একটাই কথা বলব, ঠাকুরের কৃপা, আমার ভক্তদের ভালবাসা এবং বড় বড় মানুষদের আশীর্বাদ পেয়েছি। আরও যেন পাই। সঙ্গীত হল নির্মাণ। তপস্যা করতে হবে। সঙ্গীতই জীবন, এটাই সব কিছু। সঙ্গীত দিয়ে গোটা দুনিয়ায় ভালবাস ছড়ানো যায়। মানুষকে ভাল রাখে। ভগবান সবাইকে এই ক্ষমতা দেয় না। সুন্দর কণ্ঠ পাওয়া, ঈশ্বরের আশীর্বাদ। তারপর নিজের তপস্যা, ভাল সংস্কার রেখে পথ চললে স্কাই ইস দ্য লিমিট।" 

প্রসঙ্গত এদিন অরিজিৎ সিং তাঁর সমাজমাধ্যমে একটি পোস্ট করে প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর কথা জানান। লেখেন, 'হ্যালো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই শ্রোতা হিসেবে এতগুলো বছর ধরে আমায় এত ভালবাসা দেওয়ার জন্য। আমি আনন্দের সঙ্গে এটা ঘোষণা করছি যে প্লেব্যাক গায়ক হিসেবে আমি আর নতুন কোনও প্রজেক্ট নেব না এখন থেকে। আমি এখানেই ইতি টানলাম। এই সফরটা দুর্দান্ত ছিল।'

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'ফির মহব্বত' গানটি দিয়ে তিনি তাঁর বলিউডে ডেবিউ হলেও, ২০১৩ সালে মুক্তি পাওয়া 'আশিকি ২' ছবির 'তুম হি হো' গানটির হাত ধরে তিনি রাতারাতি তারকা বনে যান। এরপর আর তাঁকে পিছু ফিরে তাকাতে হয়নি। উপহার দিয়েছেন 'অ্যায় দিল হ্যায় মুশকিল', 'আপনা বানালে', 'ভে মাহি', 'গেহরা হুয়া', 'কেশারিয়া', ইত্যাদির মতো একাধিক হিন্দি হিট গান। 'বোঝে না সে বোঝে না', 'কে তুই বল', 'গানে গানে', 'ভালবাসার মরশুম', ইত্যাদির মতো বাংলা গান রয়েছে তাঁর ঝুলিতে।