কাজল এবং টুইঙ্কেল খান্নার টক শো বর্তমানে দারুণ চর্চায় রয়েছে। তাঁদের শো 'টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল' -এ সম্প্রতি এসেছিলেন কৃতি শ্যানন এবং ভিকি কৌশল। সেই পর্বেই রীতিমত একটা বোমা ফাটালেন ২ অভিনেত্রী। 

এই পর্বে টুইঙ্কেল খান্না কথা বলতে বলতেই জানান তিনি এবং কাজল অতীতে একই ব্যক্তির সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন। তাঁদের এক্স একই ব্যক্তি। 

এই শোয়ের 'এগ্রি ওর ডিসএগ্রি'র রাউন্ডে টুইঙ্কেল প্রথমে বসে বসেন যে বন্ধুর প্রাক্তনের সঙ্গে প্রেম করা উচিত নয়। বলেন, 'আমার কাছে আমার বন্ধুরা অনেক বেশি গুরুত্বপূর্ণ কোনও পুরুষের থেকে।' তারপরই তিনি কাজলের দিকে তাকিয়ে দুষ্টুমির হাসি হেসে বলেন, 'যদিও আমাদের দু'জনের একজন এক্স এক ছিল। কিন্তু কে সে সেটা বলব না।' টুইঙ্কেলের মুখের কথা প্রায় কেড়ে নিয়ে কাজল বলেন, 'উফ! তুমি প্লিজ থামো। তোমার পায়ে পড়ছি।' এভাবে হাটে হাঁড়ি ভেঙে দেওয়ায় স্বাভাবিকভাবেই বিব্রত হয়ে পড়েন নায়িকা। 

টুইঙ্কেলের এই কথা শুনে রীতিমত তাজ্জব বনে যান ভিকি কৌশল এবং কৃতি শ্যানন। একই অবস্থা হয় দর্শকদের। 

কৃতি শ্যাননও এদিন জানান যে তিনি প্রেম করছেন। তবে সেটা কে, খোলসা করেননি। বরং বলেন, 'তিনি যেই হন না কেন, এই ইন্ডাস্ট্রির নন। সেটা একদিকে ভাল। আমি রোম্যান্স ভীষণ ভালবাসি। ভালবাসার কন্সেপ্ট ভালবাসি। প্রেমের গল্প খুবই পছন্দের আমার। আজকাল প্রেমের গল্প নিয়ে কাজ কম হয়।' 

ভিকি কৌশলও এদিন তাঁর এবং ক্যাটরিনার আলাপ হওয়ার প্রসঙ্গে কথা বলেন। জানান, 'স্টেজে, হ্যাঁ স্টেজেই আমাদের প্রথম দেখা হয়। তারপর ব্যাকস্টেজে। আমার এখনও মনে আছে, আমার এন্ট্রি ছিল, আর ওরও এন্ট্রি নেওয়ার ছিল তখনই। আমার সঙ্গে তখন সুনীল গ্রোভার ছিলেন। আমরা তিনজনই দাঁড়িয়ে ছিলাম। সুনীল আর ক্যাটরিনা যেহেতু ততদিনে 'ভারত'-এর শুটিং করে ফেলেছে, তাই ওদের মধ্যে বন্ধুত্ব ছিলই। আমায় তখন ও-ই (সুনীল গ্রোভার) ওর সঙ্গে আলাপ করায়। প্রথম পাঁচ মিনিট আমায় ক্যাটরিনা দেখাচ্ছিল যে কীভাবে শো হোস্ট করতে হয়। আমরা তখন স্টেজে উঠছিলাম খালি একটাই কথা বলতে, 'শুভ রাত্রি। সবাইকে ধন্যবাদ আসার জন্য'। আমি গোটা শো-টাই কিন্তু সঞ্চালনা করেছি। শেষ হওয়ার পর যখন মনে হল, যে যাক অবশেষে মিটে গেল, তখন ও আমায় বলে, 'হাই আমি ক্যাটরিনা', আমিও জবাবে বলি, 'হাই আমি ভিকি'।' এরপর তিনি ক্যাটরিনার নকল করে বলতে থাকেন, 'তিনি জানো, দর্শককে নিয়ে কখনও ভাববে না। তুমি সবসময় এটা করবে, ওটা করবে...। আমি একটা গোটা ক্লাস করে ফেলি যে কীভাবে একটা শোয়ের সঞ্চালনার করতে হয়, তাও কখন... শো শেষ হওয়ার পরে।'