টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

 

প্রয়াত অনুনয় সুদ 

 

প্রায়ত দুবাই-ভিত্তিক জনপ্রিয় ট্রাভেল ইনফ্লুয়েন্সার ও ফটোগ্রাফার অনুনয় সুদ। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। তাঁর পরিবার অনুনয়ের সমাজমাধ্যমে একটি বিবৃতি দিয়ে এই হৃদয়বিদারক খবরটি নিশ্চিত করেছে। অনুনয় সুদ তার চিত্তাকর্ষক ভ্রমণ ভিডিও এবং ছবিগুলির মাধ্যমে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছিলেন। বিভিন্ন দেশ ভ্রমণের তার অনন্য উপস্থাপন শৈলী লক্ষ লক্ষ মানুষকে মুগ্ধ করেছিল। পরিবারের পক্ষ থেকে অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। বিবৃতিতে তাঁরা বলেছেন, 'গভীর দুঃখের সাথে আমরা আমাদের প্রিয় অনুনয় সুদের প্রয়াণের খবরটি জানাচ্ছি। এই কঠিন সময়ে আমরা আপনাদের সহানুভূতি এবং গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করছি। আমরা বিনীতভাবে অনুরোধ করছি যে ব্যক্তিগত সম্পত্তির কাছাকাছি ভিড় করবেন না।" অনুনঢ় সুদের প্রয়াণের সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তাঁর এই আকস্মিক মৃত্যুতে ভক্ত ও অনুসারী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

 


একফ্রেমে রজনীকান্ত-কমল হাসান


দক্ষিণী ছবির দুই মহারথী রজনীকান্ত এবং কমল হাসান-এর বহু প্রতীক্ষিত যৌথ চলচ্চিত্রটি অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল। কমল হাসানের প্রযোজনা সংস্থা রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল এই ঐতিহাসিক প্রকল্পের কথা নিশ্চিত করেছে। ঘোষণা অনুযায়ী, এই ছবিটি শুধু দুই কিংবদন্তী অভিনেতাকে এক পর্দায় আনছে না, বরং এটি তাঁদের পাঁচ দশকের দীর্ঘ বন্ধুত্ব এবং শিল্পী হিসেবে তাঁদের অভূতপূর্ব যাত্রাকে উদযাপন করবে। প্রযোজনা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, এই সহযোগিতা প্রজন্মের পর প্রজন্ম ধরে শিল্পী ও দর্শকদের অনুপ্রাণিত করবে। প্রকল্পের প্রাথমিক তথ্য অনুযায়ী, 'থালাইভার ১৭৩' নামে পরিচিত হতে যাওয়া এই ছবিটি পরিচালনা করবেন জনপ্রিয় পরিচালক সুন্দর সি। এই ঘোষণার পর থেকেই নেটমাধ্যম ও দুই তারকার অনুরাগী মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

বিদেশে শুটিং-প্রস্তুতি অহনের

 


ডেবিউ ছবি 'সাইয়ারা'-এর বিপুল সাফল্যের পর, অভিনেতা অহন পাণ্ডে তাঁর দ্বিতীয় ছবির জন্য প্রস্তুতি নিচ্ছে। অ্যাকশন-রোম্যান্স ঘরানার ছবিতে দেখা যাবে তাঁকে। যশ রাজ ফিল্মসের ব্যানারে এই ছবিটির পরিচালনার দায়িত্বে আছেন জনপ্রিয় পরিচালক আলি আব্বাস জাফর, এবং প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। ছবিতে অহনের বিপরীতে প্রধান নারী দেখা যাবে অভিনেত্রী শর্বরী ওয়াঘকে। জানা যাচ্ছে , ছবির প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ, ইউকে জুড়ে শুটিং করা হবে। এর জন্য ডিসেম্বর মাসেই পরিচালক রেকির জন্য যাচ্ছেন। লন্ডন, ম্যানচেস্টার, বার্মিংহাম এবং লিডসের মতো জায়গায় শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে ছবির মূল শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। 'সাইয়ারা'-তে অহনকে একজন রোমান্টিক হিরো হিসেবে দেখা গেলেও, এই ছবিতে তিনি এক নতুন অবতারে ধরা দেবেন। প্রযোজক আদিত্য চোপড়া তাঁকে একজন অ্যাকশন-রোম্যান্স তারকা হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন। এই কঠিন চরিত্রের জন্য অভিনেতা ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি শুরু করেছেন বলে খবর।