নিজস্ব সংবাদদাতা: মুক্তির অপেক্ষায় নতুন বাংলা ছবি 'ছাদ'। বৃহস্পতিবার বইমেলার এসবিআই অডিটোরিয়ামে ইন্দ্রাণী চক্রবর্তী পরিচালিত এই ছবির পোস্টার এবং ট্রেলার প্রকাশ্যে এল। গল্পে প্রতিটি ছাদ ঘিরে যে অজানা কাহিনি থাকে, তা ফুটে উঠবে ছবিতে। 

 

মুখ্য চরিত্রে দেখা যাবে পাওলি দাম ও রাজনন্দিনী পালকে। ছোটবেলার গোপন গল্প কথা থেকে শুরু করে মন খারাপের সঙ্গী ছাদ। নানা স্মৃতি ঘেরা এই ছবিতে ফুটে উঠবে না বলা কথারা। ছবিতে অন্যান্য চরিত্রে দেখা যেতে চলেছে বর্ষীয়ান অভিনেত্রী অনুরাধা রায়, অরিন্দম গঙ্গোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও রণজয় বিষ্ণু। 

ছবি প্রসঙ্গে পাওলি দাম বলেন, "এই ছবিটা খুব সাধারণের মধ্যেও অসাধারণ গল্প বলবে বলে আমার বিশ্বাস। বড্ড মনের কাছাকাছি এই ছবিটা। প্রত্যেক দর্শক নিজের সঙ্গে মিল খুঁজে পাবেন। গল্প বলার মাধ্যমে যে এইভাবে জীবনের না বলা কথারা ফুটে ওঠে, তা এই ছবি না দেখলে বোঝা যাবে না।" 

বেশ কয়েকটি ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরে 'ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া'র ব্যানারে ৮ মার্চ মুক্তি পাবে ছবিটি।