সংবাদ সংস্থা মুম্বই: ইন্ডিয়ান ওটিটি-জগতের অন্যতম আইকনিক স্পাই থ্রিলার ‘স্পেশ্যাল অপস’ ফিরে আসছে দ্বিতীয় সিজন নিয়ে। জিওহটস্টারের আনুষ্ঠানিক ঘোষণায় শোরগোল পড়ে গেছে অনুরাগীদের মধ্যে। কে কে মেনন আবার পর্দায় ফিরছেন তাঁর অন্যতম জনপ্রিয় চরিত্র ‘ইন্টেলিজেন্স অফিসার হিম্মত সিং’ হয়ে। আর এবার তাঁকে সঙ্গ দেবেন টোটা রায়চৌধুরী!
প্রযোজক নীরজ পান্ডে, যাঁর ঝুলিতে রয়েছে 'আ ওয়েডনেসডে', 'বেবি', 'স্পেশ্যাল ২৬'-এর মতো দুর্দান্ত কাজ, তিনি জানালেন— "স্পেশ্যাল অপস তৈরির শুরু থেকেই আমরা চেয়েছি এমন একটা জগৎ গড়তে, যা থ্রিল, স্কেল আর ইমোশন—এই তিনটে স্তম্ভে দাঁড়িয়ে থাকবে। নতুন সিজনে আমরা সব লেভেলই আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছি।” জিওস্টার-এর অন্যতম প্রধান অলোক জৈন বলেন— “স্পেশ্যাল অপস স্রেফ একটা সিরিজ নয়, এটা একটা ফ্ল্যাগশিপ কনটেন্ট মাইলস্টোন। দ্বিতীয় সিজন আরও বড়, স্মার্ট আর ইমোশনালি ইনটেন্স হতে চলেছে।”
কে কে মেনন বলেন, “হিম্মত সিং আমার কাছে শুধু একটা চরিত্র নয়, একটা যাত্রা। এই সিজনে ওর শক্তির পাশাপাশি দুর্বলতাও উঠে আসবে। খুব পাওয়ারফুল চিত্রনাট্য।”
ফ্যানদের জন্য চমক হিসেবে থাকছেন বলিউডের টোটা রায়চৌধুরি! ‘রকি ঔর রানি’ দিয়ে দর্শকের মন জয় করার পর এবার তিনি স্পেশ্যাল অপস ২-এ একদম নতুন ভূমিকায়। নিজের ফেসবুক পোস্টে এই প্রসঙ্গে টোটা লিখেছিলেন—“ আ ওয়েডনেসডে দেখার পর থেকেই উনি আমার আইডল। যখন ফোন করে বললেন স্পেশ্যাল অপস ২-এ কাস্ট করতে চান, চমকে গিয়েছিলাম। ধন্যবাদ নীরজ স্যার!” এই সিরিজে কেকে মেনন-টোটার সঙ্গে থাকছেন ফারুক আলি চরিত্রে করণ টাক্কার। তিনিও নিজের উচ্ছ্বাস ভাগ করে নিয়েছেন - “শৈশব থেকেই স্পাই ওয়ার্ল্ডের ফ্যান। ফারুক যেন আমার অল্টার ইগো হয়ে উঠেছে।”
এইবার আরও বড় বাজেট, মারকাটারি অ্যাকশন, ইমোশনাল টানাপোড়েন—সব মিলিয়ে স্পেশ্যাল অপস ২ একেবারে ইন্টারন্যাশনাল স্কেলে তৈরি।
