বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেল অনীক দত্ত পরিচালিত ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’-এর প্রথম ঝলক। সেই টিজারে ধরা পড়েছে রহস্য, হেঁয়ালি, আর শিকড়ের সন্ধানে ছুটে চলা এক কাহিনির টানটান গল্পের ইঙ্গিত। পরিচালকের নিজস্ব ভাষায়— “এটা ফেলুদার প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য, কিন্তু আলাদা চরিত্রের মাধ্যমে।”
ছবির কেন্দ্রে রয়েছে আবীর চট্টোপাধ্যায় অভিনীত ‘তোপসে’ চরিত্রটি। তবে এক্ষেত্রে তোপসে আর ফেলুদার সঙ্গী নন— এখন তিনি নিজেই একজন পূর্ণাঙ্গ গোয়েন্দা!

ছবির গল্প শুরু হয় বাংলাদেশের এক তরুণীকে ঘিরে, যে নিজের হারিয়ে যাওয়া পরিবারকে খুঁজতে কলকাতায় আসে। অথচ তার হাতে রয়েছে মাত্র একটি সূত্র— তাও তা একটি জটিল হেঁয়ালি। সেই হেঁয়ালির উত্তর খুঁজতে তার সঙ্গী হয় তোপসে। তদন্তে বেরিয়ে তারা পৌঁছয় কলকাতা থেকে দার্জিলিং, এমনকি কার্শিয়াং পর্যন্ত। পথে পথে বিষম বাধা আর পুরনো ইতিহাসের সঙ্গে মুখোমুখি হয় এই জুটি। সঙ্গে আরও জমাটি হতে থাকে রহস্য।
ছবির চরিত্রদের মধ্যে দেখা যাবে—
আবীর চট্টোপাধ্যায় (তোপসে)
নওশাবা আহমেদ (বাংলাদেশি তরুণী)
রোজা পারমিতা দে
ঋক চট্টোপাধ্যায়
অপরাজিতা ঘোষ,
দুলাল লাহিড়ী,
মিঠু চক্রবর্তী,
রজত গাঙ্গুলী সহ একাধিক অভিজ্ঞ ও প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী। অনীক দত্ত জানিয়েছেন
'যত কাণ্ড কলকাতাতেই' ছবি নিয়ে পরিচালকের বক্তব্য — “আমি একজন ফেলুদা-ভক্ত। ফেলুদাকে নিয়ে ছবি করতে চেয়েছিলাম, কিন্তু নানা আইনি এবং কপিরাইট সংক্রান্ত কারণে সেটা সম্ভব হয়নি। এরপর ভাবি, এমন কিছু লিখি যার মধ্যে ফেলুদার আবহ আছে, কিন্তু নিজস্বতা বজায় রাখে। তোপসে চরিত্রটিকে নতুনভাবে চিন্তা করি।”

তিনি আরও বলেন, “এই গল্পটি শুরু হয়েছিল ‘হেমেনবাবুর হেঁয়ালি’ নামে। পরে নাম বদলে হয় ‘যত কান্ড কলকাতাতেই’। এই গল্পে আছে শিকড় খোঁজার আবেগ, রহস্যের মোড়ক আর হেঁয়ালির রোমাঞ্চ।”

এ ছবি নিয়ে প্রযোজক তথা ফ্রেন্ডস কমিউনিকেশনের কর্ণধার ফিরদৌসুল হাসান জানান, এ ছবি কলকাতার প্রতি শ্রদ্ধা ও ভালবাসার গল্প বলে। বললেন —“এই ছবি কলকাতার প্রতি আমার ভালবাসার ফল। দর্শক যেন পরিবারের সঙ্গে বসে দেখতে পারেন, এমন ভাবেই ছবি নির্মাণ করা হয়েছে। বাবা-মা, ছেলে-মেয়ে— সবার জন্য উপযুক্ত।”
তিনি আরও যোগ করেন, “এটা শুধু রহস্যের ছবি নয়, এটা শহরের সঙ্গে জুড়ে থাকা আবেগের গল্পও বটে।”
ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৫ সালের দুর্গাপুজোর মরশুমে। ইতিমধ্যেই টিজার ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবি প্রেমিক, গোয়েন্দা গল্প অনুরাগী এবং ফেলুদা ফ্যানদের মধ্যে টিজার মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে 'যত কান্ড কলকাতাতেই'।
প্রসঙ্গত, পরিচালক অনীক দত্ত বাংলা সিনেমার জগতে বরাবরই এক অন্যধারার কাহিনি ও নির্মাণভঙ্গীর জন্য পরিচিত। ভবিষ্যতের ভূত থেকে অপরাজিত— প্রতিটি ছবিতে ছিল কন্টেন্টের গভীরতা ও সমাজ-সংস্কৃতির প্রাসঙ্গিকতা। সেই একই দৃষ্টিভঙ্গি এবার তিনি নিয়ে এলেন রহস্য রোমাঞ্চের এক নতুন জগতে।
‘যত কান্ড কলকাতাতেই’ শুধুই একটি গোয়েন্দা গল্প নয়— এটি এক শহরের, এক আত্মপরিচয়ের খোঁজ, এবং এক হেঁয়ালিময় যাত্রার চিত্ররূপ, যা দর্শকদের রোমাঞ্চিত করার পাশাপাশি ভাবিয়ে তোলার ক্ষমতাও রাখবে বলে দাবি নির্মাতাদের।
