বছর পাঁচেক আগেই জানা গিয়েছিল আসছে 'রোড ট্রিপ' এর উপর ভিত্তি করে একেবারে টাটকা নতুন একটি ছবি। পরিচালনায় ফারহান আখতার। ছবির নাম ‘জি লে জারা’। হিন্দি ছবির দর্শককে 'রোড ট্রিপ' এর স্বাদে বুঁদ করে রাখার পরিকল্পনায় ফের একবার মেতে উঠেছিলেন ফারহান। ঘোষণা করেছিলেন এই 'রোড ট্রিপ'-এ গাড়ির স্টিয়ারিং থাকতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কইফ, আলিয়া ভাট-দের হাতে। তবে এরপর কেটে গিয়েছে তিন তিনটে বছর। এই ছবি নিয়ে আর কোনও উচ্চবাচ্য শোনা যায়নি নির্মাতাদের মুখে। মাঝে শোনা গিয়েছিল, এই ছবিতে কাজ করার আগ্রহও নাকি হারিয়েছেন প্রিয়াঙ্কা। তবে এবার এই ছবির ভবিষ্যৎ নিয়ে এল বিরাট বড় আপডেট!
‘ডন ৩’ ঘিরে চর্চা তুঙ্গে থাকলেও আপাতত সেই ছবিকে একটু পাশে সরিয়ে নিজের বহুদিনের স্বপ্নের প্রজেক্টে মন দিয়েছেন ফারহান আখতার। সূত্রের খবর, বহুল প্রতীক্ষিত ‘জি লে জারা’ নিয়েই এখন নতুন করে উঠেপড়ে লেগেছেন পরিচালক-অভিনেতা। ডন ৩ ছেড়ে রণবীর সিংয়ের চলে যাওয়া নিয়ে যতই আলোচনা চলুক না কেন, এই আইকনিক ফ্র্যাঞ্চাইজির কাস্টিং নিয়ে কোনও তাড়াহুড়ো করতে নারাজ ফারহান।
ঘনিষ্ঠ মহলের এক সূত্রের কথায়, “ফারহানের কাছে ‘ডন’ চরিত্রের কাস্টিংটা ভীষণ গুরুত্বপূর্ণ। কে এই চরিত্রে ঢুকবেন, তা নিয়ে তিনি একশো শতাংশ নিশ্চিত হতে চান। সেই কারণেই সময় নিচ্ছেন।” আর সেই ফাঁকেই ফের শুরু হয়েছে ক্যাটরিনা কইফ, আলিয়া ভট্ট ও প্রিয়াঙ্কা চোপড়া জোনাস অভিনীত ‘জী লে জারা’ নিয়ে আলোচনা। সূত্র আরও জানাচ্ছে, ফারহানের কাছে ‘জি লে জারা’ সব সময়ই আলাদা জায়গা নিয়ে ছিল। ডন ৩-এর কাস্টিং যখন সময় নিচ্ছে, তখনই তিনি মনে করেছেন, এটাই সঠিক সময় পুরনো টিমের সঙ্গে ফের বসে ছবিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার।
ইতিমধ্যে ‘জি লে জারা’-র চিত্রনাট্য সম্পূর্ণ প্রস্তুত। এতদিন মূল সমস্যা ছিল তিন প্রধান অভিনেত্রীর শিডিউল মেলানো। “তারিখ যদি মিলে যায়, তাহলে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধেই ছবির শুটিং শুরু হয়ে যেতে পারে। সৃজনশীল দিক থেকে সব কিছুই তৈরি, এখন শুধুই ক্যালেন্ডার মেলানোর অপেক্ষা,” বলছেন সেই নাম প্রকাশে অনিচ্ছুক সেই সূত্র।জানা যাচ্ছে, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট - তিনজনের সঙ্গেই নতুন করে কথা বলেছেন ফারহান। এক প্রযোজনা সংস্থা ঘনিষ্ঠর দাবি, “ফারহান আশাবাদী। তিনজনই ছবিটা করতে আগ্রহী। এখন শুধু একটা কমন সময় খুঁজে পাওয়াই আসল চ্যালেঞ্জ।”
এক্সেল এন্টারটেইনমেন্ট এবং টাইগার বেবি-র কাছে ‘জি লে জারা’ শুধুমাত্র আরেকটা ছবি নয়। ‘দিল চাহতা হ্যায়’ ও ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-র পর বন্ধুত্বের ট্রিলজির শেষ অধ্যায় হিসেবেই এই ছবিকে দেখা হচ্ছে। ফলে প্রত্যাশাও তুঙ্গে।
সব কিছু ঠিকঠাক চললে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলো দেখতে পারে ‘জি লে জারা’। বিশেষ করে দর্শকদের উত্তেজনা আরও বাড়ছে এই কারণে যে, এই রোড-ট্রিপ ড্রামার হাত ধরেই আবার একসঙ্গে ফিরছেন ‘দিল চাহতা হ্যায়’-এর প্রিয় ত্রয়ী -ফারহান আখতার, জোয়া আখতার এবং রীমা কাগতি।
দীর্ঘ অপেক্ষার পর সেই স্বপ্নের সফর কি সত্যিই শুরু হতে চলেছে? এখন তাকিয়ে থাকার পালা।
