আচমকা প্লেব্যাক গানের জগৎ থেকে অরিজিৎ সিংয়ের সরে দাঁড়ানোর ঘোষণায় যখন গোটা সঙ্গীত ও চলচ্চিত্র মহলে তোলপাড়, তখন পরিচালক অনুরাগ বসুর প্রতিক্রিয়া একেবারেই আলাদা। তাঁর কাছে এই সিদ্ধান্ত মোটেই অপ্রত্যাশিত নয়।
এ ব্যাপারে দেওয়া এক সাক্ষাৎকারে অনুরাগ বসু জানান, অরিজিতের ঘোষণা তাঁকে বিন্দুমাত্র চমকে দেয়নি। অনুরাগের ‘বরফি’, ‘মেট্রো… ইন দিনো’-র মতো ছবিতে গান গেয়েছেন অরিজিৎ। এছাড়া অরিজিতের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ আলাপের অভিজ্ঞতা থেকেই তিনি বুঝেছিলেন, এমনই কিছু একটা হবে।
“আমি একদমই অবাক হইনি” স্পষ্ট ভাষায় বলেন অনুরাগ বসু। তাঁর কথায়, “গোটা দুনিয়া যখন এই খবরে হতবাক, তখন আমার কাছে বিষয়টা খুব স্বাভাবিক লেগেছে। আমি অরিজিৎকে বহুদিন ধরে চিনি। ও ভীষণ প্রতিভাবান, আর শুধু গানেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চায় না।” অনুরাগ বসুর মতে, অরিজিতের কৌতূহল বরাবরই গানের গণ্ডি ছাড়িয়ে সিনেমার গভীরে প্রবেশ করেছে। শুটিং সেটে গল্প বলার ধরন, দৃশ্য নির্মাণ -সবকিছু নিয়েই তাঁর আগ্রহ ছিল চোখে পড়ার মতো। বরফি ছবির শুটিংয়ের একটি স্মৃতিচারণা করে বসু বলেন, “একদিন অরিজিৎ আমাকে বলেছিল, ওকে যেন আমার অ্যাসিস্ট্যান্ট বানাই। ওর সিনেমা বোঝার ক্ষমতা আর গল্প বলার সেন্স কিন্তু সত্যিই দুর্দান্ত।”
এই মন্তব্যই যেন ইঙ্গিত দেয় অরিজিতের প্লেব্যাক থেকে সরে দাঁড়ানো মানে শিল্পজগত থেকে বিদায় নয়, বরং এক নতুন সৃজনশীল পথে যাত্রা।
গত ২৭ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় নিজের সিদ্ধান্তের কথা জানান অরিজিৎ। পাশাপাশি আরও জানান, বহু বছরের ভালবাসার জন্য শ্রোতাদের ধন্যবাদ জানিয়ে তিনি আর নতুন প্লেব্যাক প্রজেক্ট নেবেন না। তাঁর এই ঘোষণার কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল সলমন খানের ‘ব্যাটল অফ গলওয়ান’ ছবির জন্য শ্রেয়া ঘোষালের সঙ্গে গাওয়া গান ‘মাতৃভূমি’।
