‘হেরা ফেরি ৩’ নিয়ে দীর্ঘদিন ধরেই মুখিয়ে রয়েছেন দর্শকরা। এই ছবির মাধ্যমে আবার একসঙ্গে পর্দায় ফিরছেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়াল। বলিউডের অন্যতম জনপ্রিয় এই কমেডি ত্রয়ী। তবে ছবিটি ঘিরে বিতর্কও কম হয়নি। হঠাৎ করেই প্রজেক্ট থেকে পরেশ রাওয়ালের সরে দাঁড়ানোর খবরে চমকে যান অনুরাগীরা। পরে অবশ্য পরেশ নিজেই নিশ্চিত করেন যে তিনি ছবিতে ফিরছেন এবং কাজ ফের সঠিক পথে এগোচ্ছে। তাঁর কথায়, ফেব্রুয়ারি বা মার্চ মাস থেকেই শুটিং শুরু হওয়ার কথা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘হেরা ফেরি ৩’-এর শুটিং, তা ঘিরে বিতর্ক এবং দেরির কারণ নিয়ে মুখ খোলেন পরেশ। হাসতে হাসতে তিনি বলেন, “মাঝখানে রটে গেল যে, অক্ষয় কুমার নাকি আমার বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলা করেছেন। এসব আসলে ভুল কথা।”

গুজরাতিতে কথা বলতে বলতে পরেশ আরও জানান, এই সমস্যা আসলে প্রযোজক ও অভিনেতার মধ্যে একটি বিষয়। তিনি বলেন, “এর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। অক্ষয় আর প্রযোজকের মধ্যে বিষয়টা মিটে গেলেই আমি কাগজে সই করে দেব।”

উল্লেখ্য, গত বছরের মে মাসে আচমকাই ‘হেরা ফেরি ৩’ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন পরেশ। তার কিছুদিন পরেই অক্ষয়, যিনি নিজের প্রযোজনা সংস্থা ‘কেপ অফ গুড ফিল্মস’-এর মাধ্যমে ছবিটি প্রযোজনা করছেন, আইনি পদক্ষেপ করেন। পরবর্তীতে যদিও  সব জল্পনার অবসান ঘটিয়ে ছবিতে ফেরার কথা নিশ্চিত করেন পরেশ।

প্রিয়দর্শন পরিচালিত ‘হেরা ফেরি’ প্রথম মুক্তি পায় ২০০০ সালে। বাবুরাও গণপতরাও আপটে (পরেশ রাওয়াল), রাজু (অক্ষয় কুমার) ও শ্যামের (সুনীল শেট্টি) চরিত্র আজও দর্শকের মনে রয়ে গিয়েছে। ২০০৬ সালে নীরজ ভোরার পরিচালনায় মুক্তি পায় এর সিক্যুয়েল ‘ফির হেরা ফেরি’। দীর্ঘ বিরতির পর তৃতীয় পর্বে আবার এই তিনজনকে একসঙ্গে দেখার অপেক্ষায় প্রহর গুনছেন অনুরাগীরা।

শোনা যায়, মনোমালিন্য এত দূর গড়িয়েছিল যে তৈরি হয়েছিল আইনি জট। কিন্তু এখন সে সব অতীত। জুনে পরেশ রাওয়াল নিশ্চিত করেন যে,  সহকর্মীদের সঙ্গে তাঁর সব মতবিরোধ মিটে গিয়েছে। এবং তিনি ‘হেরা ফেরি ৩’তে ফিরছেন। অক্ষয় এবং সুনীলের সঙ্গে আবার তাঁকে দেখা যাবে। অর্থাৎ শ্যাম, রাজু আর বাবুরাওয়ের রিইউনিয়ন হবে। যা শুনে ভক্তদের উচ্ছ্বাসের শেষ নেই। চলতি বছরের শুরুতে বর্ষীয়াণ অভিনেতা প্রিয়দর্শন পরিচালিত ছবিটি আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিয়েছিলেন, যা হতবাক করে অক্ষয়কেও। কারণ তিনি নিজে এই প্রিয় ফ্র্যাঞ্চাইজির স্বত্ব কিনেছিলেন। 

তবে আপাতত অক্ষয়ের সঙ্গে স্বত্ব নিয়ে বিবাদের কথা অস্বীকার করছেন পরেশ। এবার কবে এই ছবি পর্দায় মুক্তি পায়, এখন সেটাই দেখার।