জন আব্রাহামের নতুন লুক দেখেছে এমন অনুরাগীদের লেগেছে চমক, তেমন এই লুক ঘিরেও শুরু হয়েছে দেদার চর্চা! দাড়িহীন ক্লিন-শেভ চেহারায় কার্যত অচেনা হয়ে ধরা দিলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ছবিতে জনকে দেখে অনেক জনের তীব্র অনুরাগীরা-ই প্রথমে চিনতে পারেনি। সেই থেকেই শুরু হয়েছে জোর জল্পনা - পিভিনেতার স্বাস্থ্য নিয়ে প্রশ্ন, পাল্টা সমর্থন, আর তুমুল বিতর্ক।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিগুলিতে দেখা যাচ্ছে, কালো টি-শার্টে হাসিমুখে নিজের টিমের সঙ্গে পোজ দিচ্ছেন জন আব্রাহাম। দাড়িহীন মুখে স্পষ্ট হয়ে উঠেছে তাঁর ভাঙা গাল, চোখের দৃষ্টি খানিক ক্লান্ত এবং তার সঙ্গে ধূসরের রং লাগা চুল। টিমের সদস্যদের হাত ধরে থাকা ছবিগুলিই মুহূর্তে নজর কেড়েছে নেটপাড়ার।

জনের এই নতুন লুক ঘিরে নেটদুনিয়ায় প্রতিক্রিয়ার বন্যা। কেউ একে বলছেন “সম্পূর্ণ রূপান্তর”, কেউ আবার বিস্ময় প্রকাশ করে লিখেছেন, “জনের কী হয়ে গেল?” কেউ মন্তব্য করেছেন, “দাড়িটা কেন কাটতে গেল? দয়া করে আবার বাড়াও!”, আবার কারও প্রশ্ন, “উনি কি অসুস্থ?” এমনকি কেউ কেউ ছবির সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 

 

একজন লিখেছেন, “ওজন কমেছে বলেই মনে হচ্ছে, সেই সঙ্গে মুখ আরও শুকনো দেখাচ্ছে, বলিরেখাও চোখে পড়ছে।” তবে সমালোচনার পাশাপাশি উঠে এসেছে সমর্থনের সুরও। এক অনুরাগীর কথায়, “এই বয়সে একজন মানুষের মুখ যেমন হওয়া উচিত, জন ঠিক তেমনই দেখাচ্ছেন।” আরেকজন লিখেছেন, “উনি ৫৪ বছরের মানুষ। বয়সের সঙ্গে মানুষের চেহারা বদলায়। দয়া করে বিচার বন্ধ করুন। ভালবাসা নেবেন, জন আব্রাহাম।”

কাজের দিক থেকে জন আব্রাহামকে শেষ দেখা গিয়েছিল অ্যাকশন থ্রিলার ‘তেহরান’-এ। অরুণ গোপালনের পরিচালনায় এই ছবিতে তিনি অভিনয় করেছেন স্পেশাল অফিসার রাজীব কুমারের চরিত্রে, যিনি ২০১২ সালের দিল্লি বোমা হামলার প্রতিশোধ নিতে দৃঢ়প্রতিজ্ঞ। ছবিতে তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন মানুষী চিল্লার। গত বছরই মুক্তি পায় এই ছবি।