সংবাদ সংস্থা মুম্বই: 

প্রযোজক হচ্ছেন রণবীর?

খবর, অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজনাতেও হাত পাকাবেন রণবীর সিং। ইতিমধ্যেই নাকি নিজস্ব প্রযোজনা সংস্থা শুরু করার সমস্ত তোড়জোড় সেরে ফেলেছেন তিনি। ফিসফাস ছিল, নিজের প্রযোজনা সংস্থার প্রথম ছবি হিসাবে কল্পবিজ্ঞান আশ্রিত একটি গল্প নিয়েই নাকি কাজ শুরু করবেন তিনি। তবে এবার তারকা-অভিনেতার দলের তরফে জানানো হল, এ খবরে বিন্দুমাত্র সত্যতা নেই। রণবীর মোটেই প্রযোজকের জুতোয় পা গলাচ্ছেন না এখনই। আপাতত তিনি নিজের একগুচ্ছ অভিনয়ের প্রজেক্ট নিয়েই ব্যস্ত। 

 

গর্জন বাড়ছে ‘ছাবা’র 

বক্স অফিসে বেড়েই চলেছে ‘ছাবা’র গর্জন। গত মঙ্গলবারও দেশব্যাপী ২৫ কোটির ব্যবসা করেছে এই ছবি। সেই হিসাবে মুক্তির মাত্র পাঁচ দিনের মধ্যেই এ ছবির বিশ্বব্যাপী বক্স-অফিস কালেকশন ২২৮ কোটি টাকা! সেই নিরিখে চলতি বছরে বলিউডের প্রথম ছবি হিসাবে ২০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল ছাবা। হারিয়ে দিল অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’কে। ছবিতে জেশুবাঈ ভোঁসলে এবং ছত্রপতি শম্ভাজি মহারাজ-এর চরিত্রে ধরা দিয়েছেন রশ্মিকা মন্দনা এবং ভিকি কৌশল। ‘ছাবা’তে মুঘলসম্রাট ঔরঙ্গজেব-এর ভূমিকায় রয়েছেন অক্ষয় খান্না। মুক্তি পাওয়ার পর থেকেই দারুণ চর্চিত এই ছবি। 


বিল গেটসের উপর রণবীর 

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে নয়, বলি-তারকা রণবীর কাপুরের সঙ্গে ডিনার ডেটে যেটা চান নীতা আম্বানি। সম্প্রতি এক আলোচনা চক্রে উপস্থিত হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে হবে এমন এক সিরিজের একগুচ্ছের প্রশ্নের জবাব দিয়েছেন মুকেশ আম্বানির স্ত্রী। সেখানেই এই মন্তব্য করেন তিনি। আরও জানিয়েছেন, তাঁর সবথেকে পছন্দের অভিনেতার নাম অমিতাভ বচ্চন। রণবীর কাপুর এবং রণবীর সিং-এর মধ্যে কাপুর নন্দনকেই তিনি সেরা বলবেন কারণ তাঁর সেই সিদ্ধান্তে তাঁর ছেলে আকাশ খুব খুশি হবে। কারণ আলিয়া ভাটের স্বামী আকাশের প্রিয় বন্ধু। প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে এক সাক্ষাৎকারে বিতর্কে জড়িয়েছিলেন বিল গেটস। ভারত এমনই একটি দেশ, যেখানে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালানো সম্ভব বলে মন্তব্য করেছিলেন তিনি।