টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

থানায় রণবীর!
সোমবার রণবীর সিংয়ের মুখপাত্র জানিয়েছেন, সমাজমাধ্যমে অভিনেতার যে ‘বিকৃত’ ভিডিওটি প্রচারিত হচ্ছিল, তার বিরুদ্ধে মুম্বই পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ দায়ের করা হয়েছে। নকল ভিডিয়োটিতে ‘সিম্বা’ অভিনেতা বিরুদ্ধ দলের হয়ে প্রচার করে নরেন্দ্র মোদির বিরুদ্ধে মুখ খোলেন। অভিনেতার পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি নায়কের বারাণসী ফ্যাশন শো-এর ভিডিও ভাইরাল। সেখান থেকেই কিছু অংশ নিয়ে বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয়েছে।

মেট গালায় নেই!
যিনি ২০১৭ থেকে নিয়মিত মেট গালায় অংশগ্রহণকারী। সেই প্রিয়াঙ্কা চোপড়া ২০২৪-এ হঠাৎ নেই! খবর ছড়াতেই অবাক তাঁর অনুরাগীমহল, সংবাদিকেরাও। তাঁদের প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা আন্তরিক ভাবে জানিয়েছেন, তিনি ওই সময় শুটে থাকবেন। তাই যোগ দিতে পারবেন না। কিন্তু সমস্ত কিছু দেখার জন্য মুখিয়ে থাকবেন।

বাদশা ও বাদশা...
মুখে বলেন প্রেম নেই। হৃদয়ে আছে ষোলো আনা! প্রেমিকার জন্য পুরো অনুষ্ঠান সঞ্চালনা করে ফেললেন। তারপর তাঁকে নিয়ে নৈশাহারেও! এভাবেই দুবাইয়ে পাকিস্তানি নায়িকা হানিয়া আমিরের সঙ্গে চোরি চোরি চুপকে চুপকে সময় কাটাচ্ছেন ভারতের খ্যাতনামী পাঞ্জাবি গায়ক বাদশা! দুটিতে ছবিতে ধরা পড়তেই মুখে কুলুপ পাঞ্জাব পুত্তরের।

সাধভক্ষণে পাপারাৎজিরাও!
সদ্য সাধ খেলেন নাতাশা দালাল। তিনি আর বরুণ ধওয়ান খুব শিগগিরি প্রথম মা-বাবা হতে চলেছেন। অনুষ্ঠানে উপস্থিত পরিবারের সমস্ত সদস্য। বরুণ-নাতাশা কিন্তু পরিবারের অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন পাপারাৎজিদেরও। সন্ধেয় তাঁদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন দম্পতি।